আগামী সপ্তাহে বেবি শাওয়ার
কাপুর পরিবারের খুব ঘনিষ্ঠ এক সূত্রের খবর কাপুর পরিবার এই বেবি শাওয়ার নিয়ে খুবই উত্তেজিত এবং আগামী সপ্তাহেই তাঁরা তাঁদের মেয়ে সোনম কাপুরের জন্য এই গ্র্যান্ড ইভেন্টের আয়োজন করবেন। এই বেবি শাওয়ার তারকা খচিত হবে এবং বলিউডের একাধিক তারকা এই বেবি শাওয়ারে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
কে কে থাকছেন এই বেবি শাওয়ার অনুষ্ঠানে
কাপুর পরিবারের পক্ষ থেকে জাহ্নবী কাপুর, খুশি কাপুর, শানায়া কাপুর, অংশুলা কাপুর, অর্জুন কাপুর ও মোহিত মারওয়া উপস্থিত থাকবেন। পরিবারের তারকা সদস্য ছাড়াও থাকবেন স্বরা ভাস্কর, করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, অমৃতা অরোরা, মালাইকা অরোরা, আলিয়া ভাট, নাতাশা দালাল, জ্যাকলিন ফার্নান্ডেজ, দীপিকা পাড়ুকোন, মাসাবা গুপ্তা, রানী মুখোপাধ্যায়। এঁরা সকলেই নিশ্চিতভাবে আসবেন বলে জানা গিয়েছে।
২০১৮ সালে বিয়ে
২০১৮ সালে সোনম কাপুর ও আনন্দ আহুজার বিয়ে বলিউডে বিগ ফ্যাট ওয়েডিং হিসাবেই পরিচিত। বিয়ের পর সেভাবে সোনমকে সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি। তিনি চুটিয়ে লন্ডনে সংসার করেছেন। এ বছরের গোড়ার দিকেই সোনম কাপুর ও আনন্দ আহুজা তাঁদের প্রথম সন্তান আসার কথা ঘোষণা করেন। পরিবারের সঙ্গে সোনমের বেবি শাওয়ার কেমন হয় তা দেখার জন্য উদগ্রীব তাঁর ভক্তরা।
মাতৃত্বকালীন সময় উপভোগ করছেন
সোনম কাপুর এখন তাঁর মাতৃত্বকালীন সময় দারুণভাবে উপভোগ করছেন। ফটোশুট, বেবিমুন সবই সারা হয়ে গিয়েছে। স্বামী আনন্দ আহুজা স্ত্রী সোনমের যত্ন আর দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। সোনম খুব শীঘ্রই মুম্বইতে ফিরছেন বলে জানা গিয়েছে। সঙ্গে স্বামী আনন্দও থাকবেন। মাতৃত্বকালীন সময়ে সোনমের সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে।
(Source: oneindia.com)