কী ভাবে নিয়োগ হবে ‘অগ্নিপথ’ প্রকল্পে?
বায়ুসেনার বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে ১৯৫০ সালের বায়ুসেনা আইনের মাধ্যমেই ‘বিমানবাহিনী’তে নিয়োগ করা হবে অগ্নিপথ প্রকল্পে৷ অগ্নিপথ প্রকল্পে যারা বায়ুসেনায় নিয়োগ পাবেন তাদের বিশেষ পদমর্যাদায় নিয়োগ দেওয়া হবে জানানো হয়েছে৷ প্রথমে একটি অনলাইন লেখা পরীক্ষা তারপর শারিরীক কসরত এবং তারপর ভাইভা পরীক্ষার মাধ্যমে ‘অগ্নিপথে’ নিয়োগ করা হবে জানানো হয়েছে বায়ুসেনার বিজ্ঞপ্তিতে৷
ইচ্ছুক পরীক্ষার্থীদের ‘অগ্নিপথ’ প্রকল্পের সমস্ত নিয়ম মানতে হবে!
বায়ুসেনা প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সমস্ত চাকরিপ্রার্থীরা ‘অগ্নিপথ’ প্রকল্পে ভারতীয় বায়ুসেনায় যোগ দিতে চান তাদের অগ্নিপথ প্রকল্পের সমস্ত নিয়ম মানতে হবে৷ এবং আবেদন করার সময়ই সেই সংক্রান্ত ঘোষণা করতে হবে আবেদনপত্রেই। এই প্রকল্পে আবেদনকারী কোন চাকরিপ্রার্থীর বয়স যদি ১৮ র নীচে হয় তাহলে আবেদনপত্রে তাঁর বাড়ির গার্জেনের সই লাগবে (অনুমতি হিসেবে)।
কোন বয়স পর্যন্ত আবেদন করা যাবে অগ্নিপথে?
যদিও আন্দোলনের কারণে চলতি বছর ( শুধু এবারের জন্যই) ১৭.৫ থেকে ২৮ বছর বয়সীরা ‘অগ্নিপথ’ প্রকল্পে আবেদন করতে পারবেন কিন্তু পরের বছর থেকে ১৭.৫ থেকে ২১ বছর বয়সীরাই শুধুমাত্র অগ্নিপথে আবেদনের যোগ্য হবেন৷ বায়ুসেনার বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে অগ্নিপথের মাধ্যমে চারবছরের জন্য নিয়োগ করা হবে তারপর অগ্নিবীরদের মধ্যে থেকে ২৫ শতাংশকেই মাত্র সেনাবাহিনীতে দীর্ঘস্থায়ি চাকরি দেওয়া হবে, বাকিদের মোটা অঙ্কের টাকা,ডিগ্রি ও আরও বিভিন্ন সুযোগসুবিধা সহ অবসর নিতে হবে৷ তবে এই অগ্নিবীররা এরপর বিভিন্ন অসামরিক (সরকারি ও বেসরকারি) চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার ও সংরক্ষণ পাবেন৷