অগ্নিপথ প্রকল্পের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় বায়ুসেনা, জেনে নিন কেমন হবে পরীক্ষা

অগ্নিপথ প্রকল্পের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় বায়ুসেনা, জেনে নিন কেমন হবে পরীক্ষা

কী ভাবে নিয়োগ হবে ‘অগ্নিপথ’ প্রকল্পে?

বায়ুসেনার বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে ১৯৫০ সালের বায়ুসেনা আইনের মাধ্যমেই ‘বিমানবাহিনী’তে নিয়োগ করা হবে অগ্নিপথ প্রকল্পে৷ অগ্নিপথ প্রকল্পে যারা বায়ুসেনায় নিয়োগ পাবেন তাদের বিশেষ পদমর্যাদায় নিয়োগ দেওয়া হবে জানানো হয়েছে৷ প্রথমে একটি অনলাইন লেখা পরীক্ষা তারপর শারিরীক কসরত এবং তারপর ভাইভা পরীক্ষার মাধ্যমে ‘অগ্নিপথে’ নিয়োগ করা হবে জানানো হয়েছে বায়ুসেনার বিজ্ঞপ্তিতে৷

ইচ্ছুক পরীক্ষার্থীদের 'অগ্নিপথ' প্রকল্পের সমস্ত নিয়ম মানতে হবে!

ইচ্ছুক পরীক্ষার্থীদের ‘অগ্নিপথ’ প্রকল্পের সমস্ত নিয়ম মানতে হবে!

বায়ুসেনা প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সমস্ত চাকরিপ্রার্থীরা ‘অগ্নিপথ’ প্রকল্পে ভারতীয় বায়ুসেনায় যোগ দিতে চান তাদের অগ্নিপথ প্রকল্পের সমস্ত নিয়ম মানতে হবে৷ এবং আবেদন করার সময়ই সেই সংক্রান্ত ঘোষণা করতে হবে আবেদনপত্রেই। এই প্রকল্পে আবেদনকারী কোন চাকরিপ্রার্থীর বয়স যদি ১৮ র নীচে হয় তাহলে আবেদনপত্রে তাঁর বাড়ির গার্জেনের সই লাগবে (অনুমতি হিসেবে)।

কোন বয়স পর্যন্ত আবেদন করা যাবে অগ্নিপথে?

কোন বয়স পর্যন্ত আবেদন করা যাবে অগ্নিপথে?

যদিও আন্দোলনের কারণে চলতি বছর ( শুধু এবারের জন্যই) ১৭.৫ থেকে ২৮ বছর বয়সীরা ‘অগ্নিপথ’ প্রকল্পে আবেদন করতে পারবেন কিন্তু পরের বছর থেকে ১৭.৫ থেকে ২১ বছর বয়সীরাই শুধুমাত্র অগ্নিপথে আবেদনের যোগ্য হবেন৷ বায়ুসেনার বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে অগ্নিপথের মাধ্যমে চারবছরের জন্য নিয়োগ করা হবে তারপর অগ্নিবীরদের মধ্যে থেকে ২৫ শতাংশকেই মাত্র সেনাবাহিনীতে দীর্ঘস্থায়ি চাকরি দেওয়া হবে, বাকিদের মোটা অঙ্কের টাকা,ডিগ্রি ও আরও বিভিন্ন সুযোগসুবিধা সহ অবসর নিতে হবে৷ তবে এই অগ্নিবীররা এরপর বিভিন্ন অসামরিক (সরকারি ও বেসরকারি) চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার ও সংরক্ষণ পাবেন৷