Behala Accident: বেহালায় বাসের ধাক্কা পুলকারে, দুর্ঘটনায় আহত ৪ পড়ুয়া সহ বহু

Behala Accident: বেহালায় বাসের ধাক্কা পুলকারে, দুর্ঘটনায় আহত ৪ পড়ুয়া সহ বহু

মঙ্গলবার সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটল বেহালার বকুলতলায়। দুর্ঘটনায় কেউ নিহত না হলেও আহত হয়েছে চার পড়ুয়া সহ অন্তত সাতজন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি বাস প্রথমে পুলকারে ধাক্কা মারে। পরে একটি অটো ও অ্যাপ ক্যাবও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরই যাত্রীবোঝাই বাস ছেড়ে পালা বাস চালক। অভিযোগ, বাস চালক নাকি মদ্যপ অবস্থায় ছিলেন।

জানা যায়, বাসের ধাক্কায় পুলকারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এর জেরে আহত হয় পুলকারে থাকা চার পড়ুয়া আহত হয়। পুলকার চালকও আহত হন। গাড়িটির অবস্থা এমনই হয় যে নিজের আসন ছেড়ে গাড়ি থেকে বের হতে পারছিলেন না পুলকার চালক। পরে স্থানীয়দের সাহায্যে তিনি বের হন। এদিকে পুলকারের পাশাপাশি বাসটি একটি অটোতেও ধাক্কা মারে। অটোতে থাকা এক মহিলা ও অটোচালক গুরুতর ভাবে আহত হন বলে জানা যায়। পরে এক অ্যাপ ক্যাবে ধাক্কা মারে বাসটি। এরপরই বাস চালক পালায় সেখান থেকে। ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা বাসটিতে ভাভচুর করেন।

জানা গিয়েছে, শিবরামপুরের দিকে যাচ্ছিল ১২সি/১ রুটের যাত্রীবোঝাই বাসটি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ক্ষিপ্ত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিল সেই চালক। তাই বাসের নিয়ন্ত্রণ হারায় সেই চালক। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। যেভাবে দুর্ঘটনা ঘটেছে, তাতে বড় কিছু ঘটতে পারত বলে দাবি প্রত্যক্ষদর্শীদের একাংশের। ঘটনায় তিন বাসযাত্রীও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।