শূন্যপদের সংখ্যা
মোট শূন্যপদ ১৪১১ হলেও, ওপেন ভ্যাকান্সি রয়েছে ১২৭০। এর মধ্যে অসংরক্ষিত ৫৪৩, ইডব্লুএস ১২৮, ওবিসি ৩১৮, তফশিলি জাতি ২৩৬ এবং তফশিলি উপজাতিদের জন্য ৪৫ টি পদ সংরক্ষিত। এছাড়া প্রাক্তন সমরকর্মীজের জন্য ১৪১ টি পদ সংরক্ষিত রয়েছে। এর মধ্যে সাধারণের জন্য ৬১, ইডব্লুএস ১৪, ওবিসি ৩৫, তফশিলি জাতি ২৬ এবং তফশিলি উপজাতি ৫।
বেতন
পে লেভেল থ্রি অনুযায়ী ২১৭০০-৬৯১০০ টাকা। এর সঙ্গে অন্য নানা ভাতা যুক্ত হবে।
বয়স
২০২২-এর ১ জুলাইয়ের নিরিখে বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে অর্থাৎ এক্ষেত্রে জন্মতারিখ হতে হবে ১৯৯২-এর ২ জুলাই থেকে ২০০১-এর ১ জুলাইয়ের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
যোগ্যতা
কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হতে হবে। সঙ্গে ভারী গাড়ি চালানোর দক্ষতা থাকতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। একইসঙ্গে প্রয়োজনে ভারী গাড়ির সারানোর কাজও জানতে হবে। শিক্ষাগত যোগ্যা ২০২২-এর ২৯ জুলাইয়ের নিরিখে সম্পূর্ণ হতে হবে।
প্রার্থী বাছাই
কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, ফিজিকাল ইনডুরেন্স অ্যান্ড মেডারমেন্ট টেস্ট, ট্রেড টেস্ট এবং মেডিকেল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স, নিউমেরিক্যাল এবিলিটি, রোড সেন্স, ভিকল মেন্টেন্যান্সের মতো বিষয়।
৯০ মিনিটে ১০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। আর ফিডিক্যাল এন্ডুরেন্স টেস্টে সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে। প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে অনলাইনে ফর্ম পূরণ করার আগে নিয়োগে বিজ্ঞপ্তিটি যেন তাঁরা ভাল
করে পড়ে নেন https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CDDP_08072022.pdf -এ ক্লিক করে।
আবেদনের ফি ও পদ্ধতি
আবেদনের ফি হিসেবে দিতে হবে ১০০ টাকা। যা দেওয়া যাবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ভিম ইউপিআই-এর মাধ্যমে। তবে তফশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের কোনও ফি দিতে হবে না। অনলাইনে ফি জমা দেওয়ারপ্রক্রিয়া সম্পূর্ণ হলে ই-রিসিট পাওয়া যাবে, তার প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।
https://ssc.nic.in/-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীর বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে।
(Source: oneindia.com)