Business Idea: মাত্র ৫০ হাজারে শুরু করুন এই ব্যবসা! আর মোটা অঙ্কের লাভ ঘরে তুলুন

Business Idea: মাত্র ৫০ হাজারে শুরু করুন এই ব্যবসা! আর মোটা অঙ্কের লাভ ঘরে তুলুন

মাত্র ৫০ হাজারে নেমে পড়ুন ব্যবসায়

এই ব্যবসা’র ক্ষেত্রে সরকারের তরফে ভর্তুকি পর্যন্ত দেওয়া হয়ে থাকে। যদিও এমন অনেক ব্যবসাই রয়েছে এজন্যে সরকারের তরফে ভর্তুকি দেওয়া হয়ে থাকে। যার মধ্যে এটিও একটি ব্যবসা। যেখানে সরকারের তরফে ভর্তুকি দেওয়া হয়ে থাকে। তবে এই ব্যবসায় সরকারের তরফে ভর্তুকি পাওয়ার পর বেশি আর বিনিয়োগ করতে হবে না। আপনাকে শুধুই ৫০ হাজার টাকা বিনিয়োগ করলেই হবে । আর তা দিয়ে ই ব্যবসা শুরু করা যাবে ।

দিনে চার-পাচ হাজার রোজগার!!

প্ল্যান্টে একটি এলইডি বাল্ব তৈরি করতে ৪০ থেকে ৫০ টাকা খরচ হয়। বাজারে এই বাল্ব খুব সহজেই বিক্রি করতে পারবেন । মনে করুন একদিনে যদি ১০০ বাল্ব বিক্রি করতে পারেন তাহলে খুব সহজেই চার থেকে পাঁচ হাজার টাকা রোজগার করা যাবে। শুধু ছোট একটা লেবেল তৈরি করতে হবে। তা মেরে দিতে হবে । আর লাভের টাকা থেকেই ধীরে ধীরে ব্যবসা আরও বাড়াতে পারবেন। ফলে আজই এই ব্যবসা শুরু ক রে দিতে পারেন।

এলইডি বাল্ব কীভাবে বানাবেন?

ভাবছেন তো ব্যবসা শুরু ক রে দেওয়া যাবে। কিন্তু কীভাবে বাড়িতে এলইডি বাল্ব তৈরি করা যাবে? আর তা বানাতে গেলে কি কি বিষয় কে মাথায় রাখতে হবে। তা জানার জন্যে একাধিক সংস্থা যা কিনা সরকারে র মান্যতা প্রাপ্ত সেখান থেকে ট্রেনিং নিতে পারবেন। এলইডি বাল্ব বানায় এমন সংস্থাও এই বিষয়ে ট্রেনিং দিতে পারবেন । আর সেই সমস্ত জায়গাতে প্র্যাকটিকাল এবং থিওরি সব ক্ষেত্রেই ট্রেনিং দেওয়া হয়ে থাকে । যাতে খুব সহজেই এই বিষয়ে বুঝতে পারা যায় সেদিকে তাকিয়ে ট্রেনিং দেওয়া হয়ে থাকে।

অনেক বেশি টেকসই

প্রত্যেকদিন এলইডি বাল্ব এবং অন্যান্য জিনিসে’র চাহিদা বাড়ছে । এতে খরচ অনেক কম । ফলে ক্রমশ চাহিদা বাড়ছে শহর এবং গ্রামে। শুধু ইলেকট্রিক খরচ নয় , আলোও অনেক উজ্জ্বল। প্লাস্টিকের তৈরি হওয়ার কারণে এই বাল্বটি কাঁচের তুলনায় টেকসই থাকে। ফলে অবশ্যই দেরি না করে এই ব্যবসা য় নেমে পড়ুন । আর নিজের পায়ে দাঁড়ান। আর একজন বড় ব্যবসায়ী হয়ে ও ঠেন।