একাধিক শূন্যপদের জণ্যে এই নিয়োগ
বিএসএফের একাধিক শূন্যপদের জণ্যে এই নিয়োগ করা হবে। আর তা আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন (BSF Recruitment 2022) আবেদনকারীরা। ওয়েবসাইটি হল- rectt.bsf.gov.ইন- এই লিঙ্কে ক্লিক করে আবেদন জানানো যাবে। এছাড়াও সরাসরি এই লিঙ্কে- https://rectt.bsf.gov.ইন/- ক্লিক করেও আবেদন করা যাবে বিএসএফের এই শূন্যপদে।
নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে
তবে আবেদনের আগে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। আর তা পড়তে এই লিঙ্কে- http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19110_29_2223b.pdf ক্লিক করতে হবে।
শূন্যপদের জন্যে বিএসএফ নিয়োগ করবে
জানা গিয়েছে, মোট ১১০টি শূন্যপদের জন্যে বিএসএফ নিয়োগ করবে। ইতিমধ্যে আবেদন প্রকিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ আগামী ১০ জুলাই। এই সময়সীমার মধ্যে আবেদনকারীর আবেদন সংশ্লিষ্ঠ ঠিকানাতে পৌঁছতে হবে।
শিক্ষাগত যোগ্যতা-
SI – সরকারের অনুমোদিত মান্যতা প্রাপ্ত সংস্থান থেকে (BSF Recruitment 2022) অটো মোবাইল ইঞ্জিনিয়ারিং কিংবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা অটো ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে নুন্যতম তিনবছরের ডিপ্লোমা থাকতে হবে। কনস্টেবল পদে আবেদন করতে আবেদনকারীকে নুন্যতম ক্লাস ১০ পাশ করতেই হবে। বাহন মেকানিক, অটো ইলেকট্রিশন, স্টোর কিপার, কনস্টেবল (OTRP), কনস্টেবল (SKT), কনস্টেবল (ফিটার) সহ একাধিক শূন্যপদে নিয়োগ হবে। ফলে বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।
আবেদনকারীর বয়সীমা এবং বেতন-
এসআই-য়ে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে ৩০ বছর। কনস্টেবল পদে আবেদন করতে হলে নুন্যতম বয়স আবেদনকারীর হতে হবে ১৮ বছর। তবে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে। SI হিসাবে নিয়োগ হলে প্রার্থী পাবেন মাসে 35,000 টাকা থেকে 1,12,400/-। কনস্টেবল হিসাবে যোগ্য প্রার্থী পাবেন 21,700 টাকা থেকে মাসে 69, 100/- টাকা।
(Source: oneindia.com)