বেতন
পে লেভেল ফোর অনুযায়ী ২৫৫০০-৮১১০০ টাকা। এর সঙ্গে অন্য নানা ভাতা যুক্ত হবে।
বয়স
২০২২-এর ১ জুলাইয়ের নিরিখে বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে অর্থাৎ এক্ষেত্রে জন্মতারিখ হতে হবে ১৯৯৫-এর ২ জুলাই থেকে ২০০৪-এর ১ জুলাইয়ের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
যোগ্যতা
কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হতে হবে। অঙ্ক অন্যতম বিষয় হিসেবে থাকতে হবে। তা না হলে মেকানিক কাম অপারেটর ইলেক্ট্রনিক টেলিকমিউনিকেশন সিস্টেম ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।ইংরেজিতে ১৫ মিনিটে ১০০০ কি ডিপ্রেসন থাকতে হবে।
প্রার্থী বাছাই
কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, ফিজিকাল ইনডুরেন্স অ্যান্ড মেজারমেন্ট টেস্ট, ট্রেড টেস্ট এবং মেডিকেল টেস্ট ও নথি যাচাইয়ের মাধ্যমে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করা হবে।
পরীক্ষা কেন্দ্র
দিল্লি পুলিশে নিয়োগ হলেও সারা ভারতেই পরীক্ষা কেন্দ্র রয়েছে। পশ্চিমবঙ্গে রয়েছে বেশ কয়েকটি। পরীক্ষা কেন্দ্রগুলি হল কলকাতা, শিলিগুড়ি, কল্যাণী, দুর্গাপুর, বর্ধমান, আসানসোল, পোর্ট ব্লেয়ার, ধানবাদ, হাজারিবাগ,জামশেদপুর, রাঁচি, বালাসোর, বেরহামপুর, ভুবনেশ্বর, কটক, ধেঙ্কানাল, রৌরকেল্লা, সম্বলপুর, গ্যাংটক। এছাড়াও অন্যরাজ্যেও রয়েছে পরীক্ষা কেন্দ্র। পরীক্ষা কেন্দ্র ও সেইসব পরীক্ষা কেন্দ্রের কোড নম্বর এসএসসির ওয়েবসাইটথেকে জানা যাবে। https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CATDP_08072022.pdf-এ গিয়ে ক্লিক করে নিয়োগের বিজ্ঞপ্তিটি পুরো দেখা যাবে। আবেদনকারীদের অনুরোধ করাহচ্ছে, বিজ্ঞপ্তিটি পড়ে নিয়েই যেন তাঁরা আবেদন করেন।
আবেদনের ফি ও পদ্ধতি
https://ssc.nic.in/-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীর বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে।
আবেদনের ফি হিসেবে দিতে হবে ১০০ টাকা। যা দেওয়া যাবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ভিম ইউপিআই-এর মাধ্যমে। এক্ষেত্রে তফশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের কোনও ফি লাগবে না। অনলাইনে ফি জমা দেওয়ারপ্রক্রিয়া সম্পূর্ণ হলে ই-রিসিট পাওয়া যাবে, তার প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে পরবর্তী সময়ের জন্য।