লন্ডনের রাস্তায় স্ত্রী ডোনার সঙ্গে সৌরভ, ‘রব নে বনা দি জোড়ি’, বলছেন নেটিজেনরা

লন্ডনের রাস্তায় স্ত্রী ডোনার সঙ্গে সৌরভ, ‘রব নে বনা দি জোড়ি’, বলছেন নেটিজেনরা

১৩ জুলাই, ২০০২, এই দিনটা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। লর্ডসের ব্যালকনিতে ন্যাটওয়েস্ট ট্রফির (Natwest Trophy) ফাইনাল জয়ের পর তৎকালীন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জার্সি খুলে কথা আজও সকল ভারতবাসীর মনের তাজা। দুই দশক পরে ঠিক সেই দিনেই ব্রিটিশ পার্লামেন্টের তরফে বিশেষ সংবর্ধনা (Sourav Ganguly Felicitated) দেওয়া হল সৌরভকে।