জঙ্গি ডেরা থেকে মুক্তি পাওয়া মুফতির বোন রুবাইয়া চিহ্নিত করলেন চার সন্ত্রাসীকে

জঙ্গি ডেরা থেকে মুক্তি পাওয়া মুফতির বোন রুবাইয়া চিহ্নিত করলেন চার সন্ত্রাসীকে

India

oi-Sanjay Ghoshal

মেহবুবা মুফতির বোন রুবাইয়া রহস্যজনকভাবে জঙ্গি ডেরা থেকে মুক্তি পেয়েছিলেন। মুখ্যমন্ত্রীর বোনকে কারা অপহরণ করার দুঃসাহস দেখিয়েছিল, তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল। এতদিন পর রুবাইয়া তাঁর অপহরণকারী হিসেবে সন্ত্রাসী ইয়াসিন মালিক-সহ চারজন জঙ্গিকে চিহ্নিত করতে সমর্থ হলেন।

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সঈদের কন্যা রুবাইয়া সঈদকে অপহরণ করা হয়েছিল ১৯৮৯ সালে। সেই অপহরণের ঘটনায় জেকেএলএফ প্রধান ইয়াসিন মালিক ও অন্য তিনজনকে তার অপহরাণকারী হিসেবে চিহ্নিক করেছেন। রুবাইয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী মোহবুবা মুফতির বোন। তিনি ১৯৮৯ সালে তার অপহরণ সংক্রান্ত একটি মামলায় বিশেষ সিবিআই আদালতে হাজিরা হন। পাঁচ সন্ত্রাসীর বিনিময়ে তিনি মুক্তি লাভ করেন।

ফেডারেল তদন্ত সংস্থা ১৯৯০ সালের প্রথম দিকে মামলার তদন্তভার গ্রহণ করে। প্রথমবার এই মামলায় হাজিরা দিতে বলা হয় রুবাইয়া সঈদকে। বর্তমানে তিনি তামিলনাড়ুতে থাকেন। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন দ্বারা প্রসিকিশনের সাক্ষী হিসেবে তালিকাভুক্ত করা হয় তাঁরা নাম। ইয়াসিন মালিক সম্প্রতি সন্ত্রাসের একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছে, তাকে এই মামলার একজন আসামী করা হয়েছে।

মেহবুবা মুফতির বোন রুবাইয়া তুলে নিয়ে যাওয়ার পর জঙ্গিরা তাঁকে মুক্তি দেয় তাদের শর্ত মেনে নেওয়ায়। জঙ্গিদের দেওয়া শর্ত অক্ষরে অক্ষরে পালন করেছিল সরকার। তারপর রহস্য ক্রমেই গাঢ় হচ্ছিল। ওই ঘটনা সত্যিই অপহরণ ছিল নাকি জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের সঙ্গে হাত মিলিয়ে এই অপহরণের নাটক করা হয়েছিল, তা নিয়ে দীর্ঘ বিতর্ক রয়েছে। রুবাইয়া দীর্ঘদিন কাশ্মীরের বাইরে প্রায় লুকিয়ে জীবন কাটিয়েছেন।

১৯৮৯ সালে দিল্লির ক্ষমতা তখন টালমাটাল অবস্থা। প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিং।কাশ্মীরি নেতা মুফতি মহম্মদ সঈদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন। তার বছর দুয়েক আগেই কংগ্রেস ছেড়ে বিশ্বনাথ প্রতাপ সিংয়ের জনতা দলে যোগ দেন মেহবুবা মুফতি। তিনি তারপর দেশের প্রথম মুসলিম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী হন। এরপর পাঁচ দিন কাটতে না কাটতেই মেহবুবা মুফতিকর ছোট বোন রুবাইয়াকে অপহরণ করা হয়।

জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট তাঁকে অপহরণ করার পর শর্ত দেয় পাঁচ জনকে জেল থেকে মুক্তি দিতে হবে। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী তখন মুফতির প্রবল প্রতিদ্বন্দ্বী ফারুক আবদুল্লা। তিনি সাফ জানিয়ে দেন, জঙ্গিদের কোনও শর্ত মানার প্রয়োজন নেই। মেহবুবা মুফতি জনপ্রয়ি নেতা। জম্মু-কাশ্মীর থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পদে বসেছেন। জনমতের কথা মাথায় রেখে তাঁর মেয়ে রুবাইয়ার কোনও ক্ষতি করার সাহস পাবে না জেকেএলএফ। মুফতিও নাছোড়বান্দা। জঙ্গিদের শর্ত অবিলম্বে মেনে নিয়ে রুবাইয়াকে ছাড়তে হবে। সেটাই হয় শেষমেশ।

(Source: oneindia.com)