২১ জুলাইয়ের আগে রাজ্যে ভয়াবহ ছবি করোনার, ফের দৈনিক আক্রান্ত ছাড়াল ৩,০০০

২১ জুলাইয়ের আগে রাজ্যে ভয়াবহ ছবি করোনার, ফের দৈনিক আক্রান্ত ছাড়াল ৩,০০০

কুড়ি শতাংশের দোরগোড়ায় পৌঁছল সংক্রমণ। সঙ্গে দ্বিতীয় দিন পশ্চিমবঙ্গে করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা পেরলো ৩ হাজার। শুক্রবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে রাজ্যে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা ৩,০৬৭। মৃত্যু হয়েছে ৫ জনের।

মাঝে আর ১ সপ্তাহ। তার পরই তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ। সেখানে লক্ষ লক্ষ মানুষের জমায়েতের পরিকল্পনা করেছে শাসকদল। গোটা রাজ্য থেকে তৃণমূলের নেতাকর্মীরা জড়ো হবেন ধর্মতলায়। উদ্ভূত পরিস্থিতিতে এই কর্মসূচির জেরে করোনা বিস্ফোরণ হতে পারে বলে মনে করছেন অনেকে। বিশেষ করে কলকাতা ও উত্তর ২৪ পরগনার পরিস্থিতি দেখে আঁতকে উঠছেন তাঁরা। এই ২ জেলায় সংক্রমণের হার অনেক বেশি বলে দাবি তাদের।

এদিন উত্তর ২৪ পরগনায় ৬৯৩ জন করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। কলকাতায় ৬৫৩। বাকি জেলাগুলির মধ্যে বীরভূমে আক্রান্ত ২৪৯ জন। বুলেটিন অনুসারে শুক্রবার ১৫,৬৯৯টি নমুনা পরীক্ষা হয়েছে। মৃত্যু হয়েছে ৫ জনের।