সান নিউজ ডেস্ক : যশোরে একই পরিবারের তিনজন খুন হয়েছেন। এদের মধ্যে মা ও দুই শিশু সন্তান রয়েছে। শ্বাসরোধ করে জহিরুল ইসলাম বাবু নামে এক ব্যক্তি তাদেরকে হত্যা করেছেন।
শুক্রবার (১৫ জুলাই) দুপুরের পর যেকোনো সময় এই ভয়াবহ হৃদয়বিদারক হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হচ্ছেন স্ত্রী সাবিনা ইয়াসমিন বীথি (২৮), শিশু কন্যা সুমাইয়া (৯) ও সাফিয়া (১৮ মাস)।
যশোর জেলার অভয়নগর উপজেলার চাঁপাতলা গ্রামে হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। হন্তারক জহিরুল ইসলাম বাবু সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বিশ্বাসপাড়ার মশিয়ার বিশ্বাসের ছেলে।
পুলিশ জানিয়েছে, তিনজনকে খুন করার পর বাবু বাড়িতে ফিরে যান। এরপর পরিবারের লোকদের তাকে পুলিশের হাতে তুলে দিতে বলেন।
সংবাদ পেয়ে পুলিশ এসে বাবুকে আটক করে। পারিবারিক কলহের জের ধরে বাবু এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে সে পুলিশকে জানিয়েছে।
নিহত সাবিনা ইয়াসমিন বীথি অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলার মুজিবুর শেখের মেয়ে।
অভয়নগর থানা পুলিশ ৩ জনের লাশ উদ্ধার এবং হত্যাকারীকে গ্রেফতার করেছে। তবে হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সান নিউজ/এইচএন