Digital News: বিধির বাঁধনে এবার ডিজিটাল সংবাদ! রেজিস্ট্রেশন ৯০ দিনের মধ্যেই

Digital News: বিধির বাঁধনে এবার ডিজিটাল সংবাদ! রেজিস্ট্রেশন ৯০ দিনের মধ্যেই

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  আতসকাঁচের তলায় এবার অনলাইন নিউজ। বিধির বাঁধনে এবার ডিজিটাল সংবাদ পরিবেশন। সংসদে আনা হচ্ছে রেজিস্ট্রেশন অফ প্রেস অ্যান্ড পিরিওডিক্যালস বিল ২০১৯। আসন্ন বাদল অধিবেশনেই পেশ করা হবে এই বিল। যারফলে প্রশ্ন উঠছে যে এবার কি বাঁধনের আওতায় আসতে চলেছে ডিজিটাল খবর?

দীর্ঘদিন ধরেই এই দাবি উঠছিল। বলা হচ্ছিল, টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার জন্য দেশে একটি প্রতিষ্ঠিত নিয়ম রয়েছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে পুরো বিষয়টি নিয়ন্ত্রিত হয়।  কিন্তু ডিজিটাল মিডিয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে কোনও নিয়ম ও বিধিনিষেধ এতদিন ছিল না। এদিকে গত দেড় দশকে দেশে ডিজিটাল মিডিয়া ব্যাপকভাবে প্রসার লাভ করেছে। ছোট-বড় অসংখ্য নিউজ পোর্টাল আত্মপ্রকাশ করেছে। ফলে কোথায় কী পরিবেশিত হচ্ছে? কোনও ভুল খবর পরিবেশন হচ্ছে কিনা? কোনও নিয়ম বিরুদ্ধ কিছু পাবলিশ করা হচ্ছে কিনা? সেই বিষয়ে নজরদারি চালানোর প্রশ্ন উঠছিল। একটা নির্দেশিকার আওতায় ডিজিটাল মিডিয়াকে আনা ও তাকে নিয়ন্ত্রণ করার বিষয়টি উঠে আসছিল। এখন আসন্ন বাদল অধিবেশনে বিলের সংশোধনীতে শিলমোহর দিয়ে সেই পথেই হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। তা স্পষ্ট করে দিয়েছে কেন্দ্র।

প্রসঙ্গত, টেলিভিশন বা প্রিন্ট সংবাদমাধ্যমের ক্ষেত্রে আগে রেজিস্ট্রেশন করতে হয়। কিন্তু ডিজিটাল মিডিয়ার জন্য এতদিন কোনওরকম রেজিস্ট্রেশন লাগত না। কিন্তু যেদিন নতুন আইন পাস হবে, তার থেকে  ৯০ দিনের মধ্যেই সমস্ত ডিজিটাল সংবাদমাধ্যমকে রেজিস্ট্রেশন করাতে হবে। রেজিস্ট্রেশন না করালে পর সেগুলিকে অনুমোদিত ডিজিটাল সংবাদমাধ্যম হিসেবে গণ্য করা হবে না।

(Source: zeenews.com)