রেলে কয়েকশো শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তি! মাধ্যমিক যোগ্যতায় আবেদন

রেলে  কয়েকশো  শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তি!  মাধ্যমিক যোগ্যতায়  আবেদন

বয়সসীমা

১ অগাস্টের নিরিখে বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

যোগ্যতা

যোগ্যতা

প্রার্থীকে অবশ্যই কোনও ন্যূনতম ৫০ শতাংশ নম্বর-সহ স্বীকৃত বোর্ডের ( ১০+২ পরীক্ষা পদ্ধতির) দশম শ্রেণি অর্থাৎ ম্যাট্রিকুলেশন বা সমতুল পরীক্ষায় পাস করতে হবে। এছাড়াও ন্যাশনাল কাউন্সিলর ফর ভোকেশনাল ট্রেনিং ( এনসিভিটি)-এর ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট (ITI) কিংবা স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (এসসিভিটি)-এর প্রভিশনাল সার্টিফিকেট থাকতে হবে।

যেসব ট্রেডে নিয়োগ করা হবে

যেসব ট্রেডে নিয়োগ করা হবে

যেসব ট্রেডে নিয়োগ করা হবে, তার মধ্যে রয়েছে ফিটার, ওয়েল্ডার (জিঅ্যান্ডই), আর্মেচার ওয়াইন্ডার, মেশিনিস্ট, কার্পেন্টার, ইলেক্ট্রিশিয়ান, পেন্টার (জেনারেল), মেকানিক( ডিএসএল), ইনফর্মেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলডি সিস্টেম মেন্টেন্যান্স, প্লাম্বার,মেকানিক কাম অপারেটর ইলেক্ট্রনিক কমিউনিকেশন সিস্টেম, হেলথ স্যানিটারি ইনস্পেক্টর, মাল্টিমিডিয়া অ্যান্ড ওয়েব.পেজ ডিজাইনার, এমএমটিএম, ক্রেন, সিভিল ড্রাফটম্যান, ইংলিশ স্টেনোগ্রাফার, হিন্দি স্টেনোগ্রাফার।

আবেদনের ফি

আবেদনের ফি

আবেদনের ফি হিসেবে দিতে হবে ১০০ টাকা। ফি দেওয়া যাবে অনলাইনে ডেবিট কার্ড-ক্রেডিট কার্ড কিংবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। তবে তফশিলি জাতি, উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।ট্রানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে। যার প্রিন্টআউট নিয়ে রাখতে হবে।

ট্রেনিংয়ের সময় ও অন্য সুবিধা

ট্রেনিংয়ের সময় ও অন্য সুবিধা

ট্রেনিংয়ের সময় ১ বছর। ট্রেনিং চলার সময়ে অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি

আবেদনের পদ্ধতি

https://www.rrcpryj.org/-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীর বৈধ মেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে।

তবে বিশদ বিবরণের জন্য আবেদনকারীকে আগে উত্তর মধ্য রেল ওয়েবসাইটে গিয়ে নিয়োগের বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে।
নোটিশটি দেখতে ক্লিক করতে হবে https://www.rrcpryj.org/Downloads/Notification-Act-Apprentices-01-2022.pdf