রাজ্যে নার্সিং কলেজে অধ্যক্ষ-অধ্যাপক-সহকারী অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞপ্তি! প্রার্থী বাছাই করবে পিএসসি

রাজ্যে নার্সিং কলেজে অধ্যক্ষ-অধ্যাপক-সহকারী অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞপ্তি! প্রার্থী বাছাই করবে পিএসসি

অধ্যক্ষ ( যোগ্যতা, বয়স, বেতন)

শূন্যপদের সংখ্যা ১ টি। নার্সিং-এ মাস্টার ডিগ্রির সঙ্গে ১৫ বছরের টিচিং-এর অভিজ্ঞতা থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৫৫ বছর। বেতন ৯৫১০০-১৪৮০০০ টাকা।

অধ্যাপক-সহকারী অধ্যক্ষ ( যোগ্যতা, বয়স, বেতন)

অধ্যাপক-সহকারী অধ্যক্ষ ( যোগ্যতা, বয়স, বেতন)

শূন্য পদের সংখ্যা ২। নার্সিং-এ মাস্টার ডিগ্রির সঙ্গে অন্তত ৮ বছরের পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা ৫০। বেতন ৬৭৩০০-১৭৩২০০ টাকা।

 অ্যাসিস্ট্যান্ট প্রফেসর

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর

শূন্যপদের সংখ্যা ৩। নার্সিং-এ মাস্টার ডিগ্রির সঙ্গে অন্তত ৫ বছরের পড়ানোর অভিজ্ঞতা। বয়সসীমা ৩৬ বছর। বেতন ৫৬১০০-১৪৪৩০০ টাকা।

টিউটর

টিউটর

শূন্যপদের সংখ্যা ১০। নার্সিং-এ মাস্টার ডিগ্রি কিংবা বিএসসি নার্সিং-এর সঙ্গে ২ বছরের পড়ানোর অভিজ্ঞতা। বয়সসীমা ৩৬ বছর। বেতন ৩৫৮০০-৯২১০০০ টাকা।

সবক্ষেত্রেই বয়সের যে সীমা দেওয়া হয়েছে তা ২০২২-এর ১ জানুয়ারির হিসেবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীয় সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

আবেদনের ফি

আবেদনের ফি

টিউটরের ক্ষেত্রে আবেদনের ফি ১৬০ টাকা এবং অন্যগুলির ক্ষেত্রে ২১০ টাকা করে। সবকটি ক্ষেত্রেই আবেদনের ফি-এর সঙ্গে জিএসটি ও সার্ভিস চার্জ যুক্ত হবে। রাজ্যের তফশিলি জাতি ও উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোনও আবেদন ফি জমা দিতে হবে না।

 আবেদনের পদ্ধতি

আবেদনের পদ্ধতি

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট http://www.wbpsc.gov.in/-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। প্রত্যের আবেদনকারীর বৈধ ইমেল ও ফোন নম্বর দিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২০২২-এর
১ অগাস্ট। https://wbpsc.gov.in/Download?param1=Cur_20220711164205_03-2022.pdf&param2=advertisement-এ দিয়ে পুরো বিজ্ঞপ্তিটি পড়ে নিতে পারবেন।