কিইভ: আয়ু (Lifeguard) বাড়াল আইফোন (iPhone)! কোনও মজা নয়। গাঁজাখুরি গল্প তো নয়ই। একেবারে হাতেগরম প্রমাণ রয়েছে আইফোনের আজব কীর্তির। কী রকম? তা হলে খোলসা করেই বলা যাক।
কী ঘটেছিল?
ঘটনাটি ঘটেছে ইউক্রেনের (ukraine) এক সেনা আধিকারিকের সঙ্গে। দেশে ধুন্ধুমার চলছে। রুশ হামলার বিরুদ্ধে যখন তখন লড়াই করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে পকেট বা হাত, সাধের ‘আইফোন ইলেভেন প্রো’ নিয়ে কোথাওই যাতায়াত সম্ভব নয়। তাই ফোনটি যত্ন করে ব্যাকপ্যাকে রেখে দিয়েছিলেন ওই ইউক্রেনীয় সেনা। কিন্তু ব্যাকপ্যাক থেকে সেটি বের করতেই চক্ষু চড়কগাছ তাঁর। একী! আইফোনের পিছনে কিনা একটা আস্ত বুলেট (bullet) ঢুকে!
স্বাভাবিক ভাবেই তার পর ফোনটি আর ব্যবহারের অবস্থায় ছিল না। কিন্তু যে ভাবে অ্যাপলের ওই অত্যন্ত জনপ্রিয় প্রোডাক্ট বুলেট ‘হজম’ করেছে তাতে চক্ষু চড়কগাছ অনেকের। সঙ্গে বিস্ময়, ফোনটি না থাকলে কী হত? তা হলে হয়তো ব্যাকপ্যাক ফুঁড়ে ইউক্রেনের সেনাকেই ওই গুলি ছিন্নভিন্ন করে দিত। সাধারণ ভাবে বললে, এক্ষেত্রে অন্তত ‘বুলেটপ্রুফ ভেস্ট’-র কাজ করেছে আইফোন ইলেভেন প্রো।
হাসির ফোয়ারা সোশ্যাল মিডিয়ায়
নিজের ফোনের কীর্তির ভিডিও ‘রেডিট’-এ শেয়ার করেছিলেন ইউক্রেনের সেনাবাহিনীর ওই আধিকারিক। তার পর থেকে হইহই করে ভাইরাল হয়েছে সেটি। কেউ মজা করে লিখেছেন, ‘শট অন আইফোন বা শট ইন আইফোন।’ কারও আবার রসিকতা, ‘অ্যান অ্যাপল আ ডে কিপস দ্য ডক্টরস অ্যাওয়ে’। পরামর্শের বন্যাও এসেছে সোশ্যাল মিডিয়ায়। এক জন লিখেছেন, ‘স্মার্টফোনে ব্যবহৃত উপকরণ দিয়ে বুলেটপ্রুফ ভেস্ট কেন বানানো হচ্ছে না? অনেক হালকা হত তা হলে।’
গত ফেব্রুয়ারি থেকে রুশ-ইউক্রেন যুদ্ধ ঘিরে তুলকালাম সোশ্যাল গোটা দুনিয়া। কথাবার্তা সত্ত্বেও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। গুলিগোলা থেকে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, কিইভকে হারাতে কোনও কিছুই বাদ দিচ্ছে না মস্কো। যথাসাধ্য জবাব দিচ্ছে কিইভ-ও।
এ সবের মধ্যে আইফোনের রক্ষাকবচ হয়ে ওঠার ভিডিও সামান্য হলেও হালকা করেছে ভারী পরিবেশটা।
(Source: abplive.com)