কলম্বোয় উত্তাল পরিস্থিতি, গলেই শ্রীলঙ্কা-পাক দ্বিতীয় টেস্ট

কলম্বোয় উত্তাল পরিস্থিতি, গলেই শ্রীলঙ্কা-পাক দ্বিতীয় টেস্ট

কলম্বো: চূড়ান্ত রাজনৈতিক অরাজকতার মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা (Srilanka)। দেশের অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বেপাত্তা। শ্রীলঙ্কার (Srilanka) রাজধানী কলম্বো (Colombo) বিক্ষোভকারীদের প্রতিবাদে উত্তাল। এমন পরিস্থিতিতে কলম্বো থেকে সরানো হল শ্রীলঙ্কা-পাকিস্তানের (Srilanka vs Pakistan) দ্বিতীয় টেস্ট।

গলে খেলা হচ্ছে প্রথম টেস্ট

ইতিমধ্যেই গলে প্রথম টেস্ট খেলতে নেমে গিয়েছে শ্রীলঙ্কা-পাকিস্তান। কলম্বোর রাজনৈতিক অশান্তির জেরে সেই গলেই সরানো হল দ্বিতীয় টেস্ট। জুলাইয়ের ২৪ তারিখ থেকে এই টেস্ট অনুষ্ঠিত হবে। রবিবারই (১৭ জুলাই) শ্রীলঙ্কার বোর্ডের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

লঙ্কান বোর্ড বিবৃতিতে জানায়, ”পাকিস্তান বোর্ডের সঙ্গে আলোচনার পর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড দ্বিতীয় টেস্ট ম্যাচটি কলম্বোর আরপিআইসিএস স্টেডিয়াম থেকে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে সরানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশের বর্তমান পরিস্থিতির জেরে আমাদের স্টেক হোল্ডারদের (কলম্বোয় ম্যাচ হলে) যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হত, সেই কথা মাথায় রেখেই বোর্ডের এই সিদ্ধান্ত।”

বাতিল লঙ্কা প্রিমিয়র লিগ

শ্রীলঙ্কার চরম দুর্দিনেই সদ্যই সফলভাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ফর্ম্যাটের সিরিজই আয়োজিত করা হয়েছে দ্বীপরাষ্ট্রে। চলছে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজও। তবে শ্রীলঙ্কান বোর্ডের তরফে দেশের পরিস্থিতির কথা মাথায় রেখে লঙ্কা প্রিমিয়র লিগ ২০২২ আয়োজন আপাতত স্থগিত রাখা হয়েছে। রবিবারই এই সিদ্ধান্ত জানায় লঙ্কা বোর্ড। প্রসঙ্গত, দ্বীপরাষ্ট্রেই আসন্ন এশিয়া কাপ ২০২২ আয়োজিত হওয়ার কথা থাকলেও, এই পরিস্থিতিতে সেই টুর্নামেন্ট আদৌ আয়োজন করা সম্ভব কি না, সেই নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে।