#কলকাতা: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ভোট দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে মোট বিধায়ক রয়েছেন ২৯১ জন, এর মধ্যে ২৯১ জন ভোট দিলেন। এর মধ্যে রফিকুল আলম হজ করতে গিয়েছেন, নৌশাদ সিদ্দিকি ভোট দেননি আর সাধন পাণ্ডের আসন খালি রয়েছে। এই তিন জন বাদে বিধায়করা সকলেই ভোট দিয়েছেন।
এ ছাড়া লোকসভায় পশ্চিমবঙ্গ থেকে জিতে যাওয়া বিজেপি সাংসদরা ভোট দিয়েছেন দিল্লিতে। মোট ১৭ জন সাংসদের মধ্যে অর্জুন সিং বাদে সকলেই দিল্লিতে ভোট দিয়েছেন। তৃণমূলের ২৩ জন সাংসদের মধ্যে দু’জন দিল্লিতে ভোট দিয়েছেন। দিল্লিতে ভোট দিয়েছেন, শত্রুঘ্ন সিনহা ও সিএম জাটুয়া। এ ছাড়া শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী দিল্লিতে ভোট দিয়েছেন। তৃণমূলের রাজ্যসভার সাংসদদের মধ্যে ১৩ জন ভোট দিয়েছেন এ রাজ্যেই। রাজ্যভার মোট ১৬ জনের মধ্যে বাকি তিন জন, অর্থাৎ বিকাশ ভট্টাচার্য, প্রদীপ ভট্টাচার্য, অভিষেক মনু সিংভি দিল্লিতে ভোট দিয়েছেন। এ ছাড়া অধীর চৌধুরী-সহ কংগ্রেসের দু’জন লোকসভার সদস্য দিল্লিতে ভোট দিয়েছেন।
আবীর ঘোষাল