KK’কে সুরেলা শ্রদ্ধার্ঘ্য রূপঙ্করের, ‘প্রায়শ্চিত্তের ব্যর্থ প্রচেষ্টা’ বলে খোরাক

KK’কে সুরেলা শ্রদ্ধার্ঘ্য রূপঙ্করের, ‘প্রায়শ্চিত্তের ব্যর্থ প্রচেষ্টা’ বলে খোরাক

কেকে-বিতর্কের পর দীর্ঘ দেড়-মাস কেটে গেলেও এখনও কোণঠাসা হয়ে রয়েছেন রূপঙ্কর বাগচি। আসলে কেকে মারা যাওয়ার ঠিক আগে তাঁকে নিয়ে যে বিতর্কিত কথা বলেছিলেন সেই স্মৃতি আজও টাটকা মানুষের মনে। ‘হু ইজ কেকে ম্যান?’ রূপঙ্করের এই ‘ঔদ্ধত্য’-এর কড়া জবাব দিয়েছিল বাঙালি। দেড় মাস আগে যাকে ‘অপমান’ করেছিলেন সেই শিল্পীকেই এবার গানে গানে শ্রদ্ধার্ঘ্য জানালেন রূপঙ্কর বাগচি।

সম্প্রতি এক বেসরকারি চ্যানেলের সকালবেলার গানের অনুষ্ঠানে হাজির ছিলেন রূপঙ্কর। সেখানেই কেকে-র প্রতি শ্রদ্ধার্ঘ্য জানালেন শিল্পী, আর এতেই চটেছে নেটপাড়া। অনুষ্ঠানে কেকে-র কন্ঠে গাওয়া ‘মাই ব্রাদার নিখিল’ ছবির জনপ্রিয় গান ‘লে চলে’ গানটি পরিবেশন করেন রূপঙ্কর।

ফের কটাক্ষের শিকার

রূপঙ্করের সেই গানের ভিডিয়োতে মন্তব্যের ছয়লাপ। কেউ লিখেছেন, ‘ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা’। কেউ বলছেন, ‘প্রায়শ্চিত্তের ব্যর্থ প্রচেষ্টা’। গান শুরুর আগে রূপঙ্কর জানান, ‘অসাধারণ গান, অসাধারণভাবে গাওয়া গান… অনেকদিন আগে গাইতাম এই গান’। এই মন্তব্য টেনেও অনেকে লিখেছে, ‘উনি না কেকে-কে চিনতেন না। তাহলে এই গান গাইতেন কী করে?’ আবার কেউ তো স্পষ্টভাবে তাঁর গায়েকীকে নিশানা করে লিখেছেন, ‘খুব বাজেভাবে গেয়েছেন, এর পরেও উনি কেকে-র মতো পরিচিতি চান?’

কেকে-র মৃত্যুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে রূপঙ্করকে। যদিও শিল্পী আগেই ক্ষমা চেয়ে আগেই জানিয়েছেন, ‘নিজেই নিজের বক্তব্যের মধ্যে নিজেকে খুঁজে পাইনি, পেয়েছিলাম ঔদ্ধত্যকে।’ রূপঙ্কর তো নিজের ভুল মেনে নিয়েছেন, এখন দেখবার জনতার রাগ কবে কমে!