নিখোঁজ পোষ্য টিয়া খুঁজে দিতে পারলে মিলবে নগদ ৫০ হাজার, ঘোষণা কর্নাটক পরিবারের

নিখোঁজ পোষ্য টিয়া খুঁজে দিতে পারলে মিলবে নগদ ৫০ হাজার, ঘোষণা কর্নাটক পরিবারের

Weird News

oi-Moumita Bhattacharyya

নিখোঁজ হওয়া টিয়াপাখি খুঁজে দিতে পারলেই মিলবে নগদ ৫০ হাজার টাকা। কর্নাটকের তুমাকুরুর একটি পরিবার এমনই ঘোষণা করেছে ৷ তাঁদের পোষা প্রিয় পাখিটিকে ফিরিয়ে দিতে পারলেই পাওয়া যাবে এই মোটা অঙ্কের টাকা ৷ আসলে তিন বছর আগে আফ্রিকান ধূসর টিয়া রিয়ো ও রুস্তমা কর্নাটকে তাঁদের পারফেক্ট বাড়ি খুঁজে পেয়েছিল। এই দুই পাখিকে পুষেছিলেন অর্জুন এমএস ও তাঁর পরিবার। এই দু’‌টি প্যারট অর্জুনের বাড়ির সদস্য হয়ে গিয়েছিল, তাঁরা একসঙ্গে খেত, ঘুমোত ও খেলত।

কিন্তু তিনদিন আগে রুস্তম হঠাৎই নিঁখোজ হয়ে যায় এবং রিও রুস্তমের শোকে জানলার ধার থেকে নড়ছে না। এরকম পরিস্থিতিতে অর্জুন ৫০ হাজার টাকা পুরস্কার মূল্য ঘোষণা করেন যে তাঁর টিয়াকে খুঁজে এনে দেবে তাঁর জন্য। ৭২ ঘণ্টা অপেক্ষা করার পর পরিবার সিদ্ধান্ত নেয় যে তাঁরাই তাঁদের পোষ্য টিয়াকে খুঁজতে রাস্তায় নামবে। আসলে রুস্তুমা নামের একটি টিয়া গত ১৬ জুলাই থেকে নিখোঁজ হয়ে যায় ৷ এরপর পরিবারটি পাখিটিকে খুঁজে পেতে পোস্টার দেওয়ার পাশাপাশি আশেপাশের এলাকাগুলিতে খুঁজতে শুরু করে ৷
তাঁদের কথায়, ‘‌পাখিটা হয়তো ভুল করে উড়ে গিয়েছে ৷ আমি এখানকার লোকেদের বারান্দা, বাড়ির আশেপাশে গাছের ডালে দেখার জন্য অনুরোধ করছি। এটা বেশিদূর যেতে পারে না ৷ পরিবারের সবাই রুস্তুমাকে খুব ভালোবাসত। ওর চলে যাওয়ার কষ্টটা আমরা নিতে পারছি না ৷ তাই সবাইকে অনুরোধ, কেউ যদি পাখিটি খুঁজে দেয় তবে তাঁকে সঙ্গে সঙ্গে নগদ ৫০ হাজার টাকা দেওয়া হবে ৷’‌

পরিবারটি পাখি দু’‌টিকে খুব ভালোবাসত ৷ প্রতিবছর ধুমধাম করে তাদের জন্মদিন পালন করত ৷ টিয়াপাখির সঙ্গে পরিবারটির এহেন বন্ধন, হারানো টিয়াকে খুঁজে পেতে তাঁদের এই প্রচেষ্টা রাজ্যের মানুষ ও পশুপ্রেমীদের অনুপ্রাণিত করেছে ৷

(Source: oneindia.com)