সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার এবার ৯২.৭১ শতাংশ

সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার এবার ৯২.৭১ শতাংশ

দিল্লিঃ সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ হল আজ। রেজাল্ট জানতে সিবিএসই.গভ.ইন ( cbse.gov.in) ঠিকানায় গিয়ে ফলাফল ডাউনলোড করুন।সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন জানিয়েছে, চলতি বছরের সিবিএসই দ্বাদশ শ্রেণিতে ৯২.৭১ শতাংশ ছাত্র- ছাত্রী পাশ করেছে। স্বাভাবিকভাবেই ফল প্রকাশ হতেই উচ্ছ্বাসে মেতেছেন ছাত্র-ছাত্রীরা।

সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন , ইতিমধ্যেই  দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের ফলপ্রকাশ করেছে।ছাত্র- ছাত্রীরা সিবিএসইরেজাল্টস.নিক.ইন এবং রেজাল্টস.নিক.ইন (cbseresults.nic.in  and results.cbse.nic.in) ওয়েবসাইটেও যাবতীয় তথ্য মিলবে। জানা গিয়েছে, চলতি বছরে রেজিস্ট্রার্টড পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৪,৪৪৩,৪২ জন। উত্তীর্ণ হয়েছে, ১৪৩৫৩৬৬ জন। ১৩৩০৬৬২ জন পাশ করেছেন। । তবে চলতি বছরে পাশের হার কুড়ি সালের থেকে অপেক্ষাকৃত ভাল এসেছে। কারণ ২০২০ সালে ৮৮.৭৮ শতাংশ পাশের হার এসেছিল। চলতি বছরে  সিবিএসই দ্বাদশ শ্রেণিতে ৯২.৭১ শতাংশ ছাত্র -ছাত্রী পাশ করেছেন বলে জানা গিয়েছে।

তবে এবছরও কোনও মেরিট লিস্ট নয়, কিন্তু যারা বিভিন্ন বিষয়গুলিতে শীর্ষ নাম্বার পেয়েছে, সেই সকল ছাত্রছাত্রীদেরকে সিবিএসই বোর্ড শংসাপত্র প্রদান করবে। এদিন সিবিএসই-র ফলফল জানতে লগইনে যে ক্রেডেনশিয়াল লাগবে তা হল, পরীক্ষার্থীর রোল নাম্বার, স্কুল নাম্বার,অ্যাডমিট কার্ড আইডি।