স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া’তে ক্লাস ১০ পড়ুয়াদের জন্যে মোটা বেতনে চাকরি’র সুযোগ

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া’তে ক্লাস ১০ পড়ুয়াদের জন্যে মোটা বেতনে চাকরি’র সুযোগ

এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে

গত ১৫ জুলাই থেকে এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করা যাবে। এজন্যে SAI-এর অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে আবেদন করতে হবে। এজন্যে এই লিঙ্কে- sportsauthorityofindia.gov.in– ক্লিক করে আবেদন করা যাবে। তবে আবেদনের আগে ভালো ভাবে নিয়োগ সংকান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। আর এজন্যে এই লিঙ্কে- https://sportsauthorityofindia.gov.in/sai/public/assets/jobs/1657875413_Advertisement%20to%20be%20published%20in%20SAI%20&%20LNCPE%20Website_15.07.2022.pdf– ক্লিক করেও বিজ্ঞপ্তি পড়া যাবে। এছাড়া https://sportsauthorityofindia.gov.in/sai/latest-information/#job-opportunities– এই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জানা যাবে।

শেষ তারিখ আগামী ৬ অগস্ট।

শেষ তারিখ আগামী ৬ অগস্ট।

তবে এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ আগামী ৬ অগস্ট। SAI-এর তথ্য অনুসারে আবেদনের পর শর্টলিস্ট করা হবে। এরপর আবেদনকারীদের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। তবে কবে তা নেওয়া হবে সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।

নিয়োগ সংক্রান্ত তথ্য-

নিয়োগ সংক্রান্ত তথ্য-

ম্যাসাজ থেরাপিস্ট পদের জন্যে মোট ১০৪ জনকে নিয়োগ করা হবে। এমনটাই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তি অনুযায়ী অসংরক্ষিত ক্ষেত্রে ৪৪ জনকে নিয়োগ করা হবে। ওবিসি হিসাবে ২৭ টি শূন্যপদ রয়েছে। এছাড়াও বেশ কয়েকজটি ভাগ করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতি পড়ে নিতে হবে।

শিক্ষাগত যোগ্যতা-

শিক্ষাগত যোগ্যতা-

আবেদনকারীকে নুন্যতম ক্লাস ১০ পাশ করতেই হবে। এছাড়াও ম্যাসাজ থেরাপিস্ট হিসাবে বিশেষ কোর্স কিংবা সার্টিফিকেট থাকাটা বাধ্যতামূলক। তবে স্পোর্টস ফিল্ড থেকে আবেদন করলে অগ্রাধিকার বেশি বলে জানানো হয়ছে।

আবেদনের বয়সসীমা-

আবেদনের বয়সসীমা-

এই পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। তবে সাই কর্মচারীরা বয়সের ঊর্ধ্বসীমায় দুই বছরের ছাড় পাবেন। এছাড়াও সংরক্ষিত কোটায় যারা আবেদন করবেন তাঁদের বয়সের ক্ষেত্রে কিছু ছাড়ের কথা বলা হয়েছে।

কীভাবে নিয়োগ-

কীভাবে নিয়োগ-

প্রার্থীদের বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে। তবে লিখিত পরীক্ষা ১০০ নম্বরে হবে। ১ ঘন্টা এজন্যে সময় রয়েছে। মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে।