#কলকাতা: শুক্রবার রাত থেকেই কলকাতা শহরে একটাই নাম ঘুরে ফিরে আসছে…অর্পিতা মুখোপাধ্যায়। কলকাতাকে ‘টাকার পাহাড়’ দেখালেন বছর ২৮-এর অর্পিতা! শুক্রবার সন্ধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের কাছে হরিদেবপুরের ডায়মন্ড সিটি সাউথের আবাসনের বিছানা ও আলমারি থেকে উদ্ধার হয় ২০ কোটি টাকা। ২০ টি আইফোনও উদ্ধার করে ইডি, পাওয়া যায় বিপুল সোনা ও বৈদেশিক মুদ্রাও।
অর্পিতার পেশাগত যাত্রাপথ শুরু হয় মডেলিং দিয়ে। তার পর ‘নেল আর্ট’ এবং তার পরে অভিনয়। বাংলার পাশাপাশি তামিল ও ওড়িয়া সিনেমায় অভিনেত্রী হিসেবে কাজ করেছেন। বর্তমানে কলকাতার অভিজাত আবাসনের বাসিন্দা অর্পিতার আদিবাড়ি বেলঘরিয়ার দেওয়ানপাড়ায়। শনিবার সকাল থেকেই বহুদিনের পুরনো, খানিক দৈনদশার দোতলা বাড়ির সামনে বহু কৌতূহলী মানুষের ভিড়। বাড়িতে অর্পিতার মা মিনতি মুখোপাধ্যায় একাই থাকেন। বয়সের ভারে খানিক নুব্জ, দোতলার ঘর থেকে ধীর পায়ে নেমে এসে সাংবাদিকদের মুখোমুখি হলেন। তাঁর মেয়ের বাড়ি থেকে যে বস্তা বস্তা টাকা উদ্ধার হয়েছে, সে খবর তিনি পেয়েছেন। কিন্তু কোথা থেকে এত টাকা এল, তা তিনি জানেন না! বললেন, ” আমি এই বাড়িতে একাই থাকি। মেয়ে বহুদিন আগে থেকেই বাইরে থাকে। মাঝেমধ্যে সন্ধেবেলা এই বাড়িতে আসে। কিছুক্ষণ থাকে, অল্প কিছু কথা বলে, চলে যায়।” তিনি এও বলেন, ” ও সিনেমা, সিরিয়াল করেছে। এর পাশাপাশি প্রযোজনা সংস্থার সঙ্গেও যুক্ত ছিল, ও চাকরি পেয়েও চাকরি করতে চায়নি।”
শুক্রবার রাতে মিলেছিল ২০ কোটি, কিন্তু শনিবার দুপুর পর্যন্ত অর্পিতার ফ্ল্যাট থেকে মেলা টাকার অঙ্ক দাড়িয়েছে ২১ কোটি ২০ লক্ষ-এ! তারপরেও তল্লাশি চলছে অর্পিতার বাড়িতে। সকাল থেকে আরও তিনটি টাকা গোনার মেশিন নিয়ে যাওয়া হয়েছে ফ্ল্যাটে, যা থেকে অনুমান আরও টাকা উদ্ধার করেছেন ইডি আধিকারিকরা। সূত্র মারফত শেষ পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়কে। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেন ইডি আধিকারিকরা।