‘বাম আমলে ইঞ্জিনিয়ারের কমোডে ২০ কোটি টাকা ছিল!’ অর্পিতাকাণ্ডে মনে করালেন দেবাংশু

‘বাম আমলে ইঞ্জিনিয়ারের কমোডে ২০ কোটি টাকা ছিল!’ অর্পিতাকাণ্ডে মনে করালেন দেবাংশু

এত পরিমাণ টাকা উদ্ধারের ঘটনা রাজ্যে নতুন কিছু নয়। এমনই দাবি করলেন তৃণমূল কংগ্রেস নেতা দেবাংশু ভট্টাচার্য। তাঁর দাবি, বাম পরিচালিত পুরসভার এক ইঞ্জিনিয়ারের কমোড থেকে ২০ কোটি টাকা উদ্ধার হয়েছিল। সেইসঙ্গে তাঁর প্রশ্ন, অর্পিতা মুখোপাধ্যায়দের মতো মানুষদের এত চাহিদা কেন হয়?

শনিবার দুপুরে ফেসবুক পোস্টে তৃণমূলের দেবাংশু লেখেন, ‘সিপিএম পরিচালিত তৎকালীন বালি পুরসভার সামান্য ইঞ্জিনিয়ারের ফ্ল্যাটের বাথরুমের কমোড, এমনকী মল পাস হওয়ার পাইপ ফাটিয়েও ২০ কোটি টাকা উদ্ধার করা হয়েছিল। সামান্য ইঞ্জিনিয়ারের..!!’

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ সহযোগী’ অর্পিতার বাড়ি থেকে ২১.২ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। অর্পিতাকে গ্রেফতারও করা হয়েছে। তারপর থেকেই অর্পিতার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই বলে দাবি করতে কুণাল ঘোষ। দায় ঝেড়ে ফেলার জন্য আরও একধাপ এগিয়ে যান দেবাংশু। তিনি বলেন, ‘এই অর্পিতা কিংবা ওই ইঞ্জিনিয়ারের মতো লোকেরা কি টাকা ভাত দিয়ে খায়? এত চাহিদা কিসের ভাই? কোথায় লাগে এত টাকা? সাধারণভাবে বাঁচতে কত দরকার?? ভগবান জানে!’

(Source: hindustantimes.com)