কলকাতা: তাঁদের প্রেম, বাড়ির অমতে, গোপনে রেজিস্ট্রি, তারপর সাত পাকে বাঁধা পড়, সবটাই অনেকটা রূপকথার মতো। বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই সম্পর্কের রসায়ন যেন আরও দৃঢ় হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। বার্মিংহ্যামের রাস্তায় দুজনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
শনিবার ডোনা তাঁর ফেসবুক প্রোফাইলে দুটি ছবি পোস্ট করেছেন। দুটোই সৌরভের তোলা সেলফি। ক্যাপশনে লিখেছেন, ‘বার্মিংহ্যামে দারুণ একটা দিন কাটল’। দুজনকেই ছবিতে খোশমেজাজে দেখা গিয়েছে। সৌরভের পরনে হাল্কা হলুদ রংয়ের টি শার্ট। তার ওপরে লাল পুল ওভার। ডোনা পরেচিলেন নীল-সাদা কুর্তি। তার ওপর ধূসর রংয়ের সোয়েটার। ভক্তরা দুজনকে এক ফ্রেমে দেখে উচ্ছ্বসিত।
ভারতীয় ক্রিকেট বোর্ডে (BCCI) সৌরভ গঙ্গোপাধ্যায়-জয় শাহদের (Sourav Ganguly and Jay Shah) ভবিষ্যৎ কী? জানতে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল বোর্ড। দেশের সর্বোচ্চ আদালত বৃহস্পতিবার জানিয়ে দিয়েছে, এ ব্যাপারে শুনানি হবে ২৮ জুলাই। অর্থাৎ আগামী বৃহস্পতিবার।
লোঢা কমিটির সুপারিশ মেনে বোর্ডের সংবিধান সংশোধিত হয়েছিল। কিন্তু সংশোধিত সংবিধান থেকে বাধ্যতামূলক কুলিং অফ পিরিয়ড সরিয়ে দেওয়ার আবেদন করেছে বোর্ড। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট (Supreme Court)। ২৮ জুলাই পরবর্তী শুনানি। তার আগে সুপ্রিম কোর্টের তরফে অ্যামিকাস কিউরি হিসেবে দায়িত্ব দেওয়া হল আইনজীবী মনীন্দর সিংহকে। ২৮ জুলাই হয়তো ঠিক হয়ে যাবে, বোর্ডে সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহরা পদে থাকতে পারবেন কি না।
এর আগে অ্যামিকাস কিউরি ছিলেন পিএস নরসিমা। বর্তমানে তিনি বিচারপতি। ফলে তাঁর জায়গায় অ্যামিকাস কিউরি হিসেবে মনীন্দর সিংকে নিয়োগ করল প্রধান বিচারপতি এনভি রামন, বিচারপতি কৃষ্ণ মুরারি এবং হিমা কোহলির বেঞ্চ।
ভারতীয় বোর্ডের তরফে আবেদন করা হয়েছে, বাধ্যতামূলক কুলিং অফের বিষয়টি সরিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহদের যাতে পদে থাকতে দেওয়া হয়। বিশেষ করে আগামী বছর দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ রয়েছে বলে শীর্ষ পদে বদল করতে চায় না বোর্ড। ২৮ জুলাই বোর্ডের আবেদনের শুনানি হবে।