ইতিমধ্যে আবেদন সংক্রান্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
ইতিমধ্যে আবেদন সংক্রান্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই পদের জন্যে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। আর এজন্যে Ministry of Defence-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তা করতে হবে। এজন্যে এই লিঙ্কে- mod.gov.ইন ক্লিক করার কথা বলা হয়েছে। এছাড়াও (ministry of Defence Recruitment 2022) এই লিঙ্কে- https://www.mod.gov.in/– ক্লিক করেও এই পদের জন্যে আবেদন করা যাবে।
আবেদন করতে হবে বলে জানানো হয়েছে।
তবে আবেদনের আগে ভালো ভাবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি (Ministry of Defence Recruitment 2022) পড়ে নিতে হবে। আর জন্যে Ministry of Defence Recruitment 2022 Notification PDF – এই লিঙ্কে ক্লিক করা যেতে পারে। মোট ২2৩ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। দেরি না করে এখনই এই আবেদন করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি থেকে ৩০ দিনের মধ্যে এই নিয়োগের জন্যে আবেদন করতে হবে বলে জানানো হয়েছে।
কোন পদে কত নিয়োগ-
মোট ২৩টি পদের জন্যে এই নিয়োগ করা হবে। এই জন্যে সাধারণ মোটর চালক (সাধারণ গ্রেড) হিয়াবে পাঁচ জন কে নিয়োগ করা হবে। ভেইক্যাল মেকানিক হিয়াবে ১ট শূন্যপদ। ক্লিনার হিসাবে একজনকে নিয়োগ করা হবে। ফায়ারম্যান হিয়াবে ১৪জনকে নিয়োগ করা হবে। এছাড়াও বশ কয়েক টি ক্ষেত্রে আরও দুজনকে নিয়োগ করা হবে। এমনটাই জানা যাচ্ছে। বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি পড়ে নিন।
শিক্ষাগত যোগ্যতা-
আবেদনকারীকে নুন্যতম ক্লাস ১০ পাশ করতেই হবে। তা সে যে কোনও মান্যতা বোর্ড থেকে পাশ করলেই হবে। তবে এই সংক্রান্ত স্কিল থাকলেই হবে। অন্যদিকে নুন্যতম ১৮ বছর বয়স থেকে আবেদন করা যাবে। সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত তা করা যাবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তি।
কীভাবে নিয়োগ করা হবে
দারুন সুযোগ। তাও আবার সরকারি। তবে যোগ্য প্রার্থীকে লিখিত পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হবে। লিখিত পরীক্ষা’র পর মধা তালিকা প্রকাশ হবে, এবং ন্যূনতম পাসিং মার্ক 33%। সমস্ত সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নথি যাচাইয়ের জন্য ডাকা হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংকান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।