অর্পিতার কাছে এত সম্পত্তি কীভাবে? উত্তর খুঁজছে ইডি

অর্পিতার কাছে এত সম্পত্তি কীভাবে? উত্তর খুঁজছে ইডি

কলকাতা: ২১ কোটি টাকারও বেশি নগদ উদ্ধার হয়েছে পার্থ চট্টোপাধ্যায়-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে। উদ্ধার হয়েছে প্রচুর সোনার গয়না, বিদেশি মুদ্রা। পেশায় মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়। কীভাবে এত টাকা এল তাঁর কাছে? এই প্রশ্নের উত্তরই এখন খুঁজছেন তদন্তকারীরা। সূত্রের খবর, একাধিকবার বিদেশ গিয়েছেন তিনি। সেই নিয়েও খোঁজ নেবেন কেন্দ্রীয় তদন্তকারীরা।

বিলাসবহুল জীবন:
বিলাসবহুল জীবনযাপন করতেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। ইডি সূত্রে খবর, ক’বার বিদেশে গিয়েছেন অর্পিতা, কোথায় কোথায়, কোন সময়ে গিয়েছিলেন, এই সমস্ত তথ্য জানতে চাওয়া হবে। তাঁর আর কী সম্পত্তি রয়েছে, সেই সংক্রান্ত তথ্যও জানতে চাইবে ইডি (ED)। পাশাপাশি, অর্পিতার বিদেশযাত্রার কারণ ও বিলাসবহুল জীবনযাত্রার জন্য অর্থের জোগান কোথা থেকে হত, তার হিসেব পাওয়ারও চেষ্টা করছেন তদন্তকারীরা। খবর সূত্রের। একাধিক সম্পত্তির খোঁজও পাওয়া গিয়েছে। শান্তিনিকেতনে একাধিক বাড়ির খোঁজ পেয়েছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছে বেশ কিছু গেস্ট হাউজ। ওই বাড়িগুলি কার তা নিয়েও শুরু জল্পনা।

২১ কোটির বেশি টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে।  শনিবার জোকার কেন্দ্রীয় ইএসআই (ESI) হাসপাতালে প্রায় ৩ ঘণ্টা ধরে মেডিক্যাল টেস্ট হয়। সূত্রের খবর, রাতে সিজিও কমপ্লেক্সে এনে একদফা জেরা করা হয় পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকে। সকালেও তাঁকে ফের জেরা করছেন তদন্তকারীরা। রবিবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে। সূত্রের খবর, টাকা উদ্ধারের ঘটনায় জেরা করতে অর্পিতাকে নিজেদের হেফাজতে চাইবে ইডি। জানতে চাওয়া হবে কোটি কোটি টাকা, সোনার গয়না ও বিদেশি মুদ্রার উত্স। কীভাবে মডেলিং ও অভিনয় করে অর্পিতা বিপুল সম্পত্তির মালিক হলেন, তাও জানতে চাইবেন ইডি-র তদন্তকারীরা, খবর সূত্রের। সিজিও কমপ্লেক্স থেকে অর্পিতাকে নিয়ে যাওয়া হবে জোকা ইএসআই হাসপাতালে। সকাল ১১ নাগাদ তাঁকে নিয়ে যাওয়া হবে জোকা ইএসআই হাসপাতালে। আদালতে তোলার আগে ফের মেডিক্যাল টেস্ট হবে জোকা ইএসআই হাসপাতালে।

(Source: abplive.com)