‘পদ্মশ্রী’ পুরস্কার পেয়েছিলেন তিনি
জানেন এক সময় ওপার বাংলার মেয়ে সাবিত্রী অভিনেতাকে ভালোবেসে ছিলেন। তাঁর সুন্দর অভিনয়ে মজে থাকতেন অনেকেই। ভারতের রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায় ২০১৪ সালের ৩১ মার্চ নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে একটি বেসামরিক বিনিয়োগ অনুষ্ঠানে সাবিত্রী চ্যাটার্জীকে ‘পদ্মশ্রী’ পুরস্কার প্রদান করেছিলেন।
কোথায় জন্মেছিলেন অভিনেত্রী?
১৯৩৭ সালের ২২ ফেব্রুয়ারি বাংলাদেশের কুমিল্লার কামালপুরে জন্মগ্রহণ করেন অভিনেত্রী। কামালপুরেই কেটেছে তাঁর শৈশব কাল। তার পিতার নাম শশধর চট্টোপাধ্যায়। তিনি পেশায় একজন রেলের স্টেশনমাস্টার ছিলেন। তাঁরা ১০ ভাইবোন ছিলেন তাঁর মধ্যে সাবিত্রী ছিলেন সবার ছোট। দেশভাগের পর তিনি এবং তার আরেক বোন কলকাতায় চলে যান। কলকাতায় এসে তিনি টালিগঞ্জে এক দিদির বাড়িতেই থাকতেন।
খুব কষ্টে দিন কাটত অভিনেত্রীর
সেই সময়ে খুব কষ্টে কেটেছে অভিনেত্রীর। কারণ কলকাতায় আসার পর তাঁর পিতা তাদের জন্য যথাযুক্ত টাকা পাঠাতে পারতেন না। শোনা যায় একটু ভালো ম্নদ খাবারের জন্য তাঁর বোন ও অভিনেত্রী দু’জনে মাঝে মধ্যেই আত্মীয়দের বাড়িতে যেতেন। তবে, ছোট বয়স থেকেই তাঁর সিনেমার প্রতি এক আলাদা ভালোবাসা ছিল। তারপর শুরু হয় তাঁর কেরিয়ার জীবন।
‘ইহুদি’ তে অভিনয় করে কেরিয়ার শুরু হয়
অভিনেত্রী উত্তম কুমার ছাড়াও অনেক বড় বড় অভিনেতার সঙ্গে অভিনয় করেছেন। তবে তিনি সিনেমায় আসার আগে নাটক করতেন। ভানু বন্দোপাধায়য়ের নাটক ‘ইহুদি’ তে অভিনয় করে তাঁর কেরিয়ার জীবন শুরু হয়। তারপর তিনি ছোট পর্দা থেকে বড়তে বড় পর্দায় অভিনয় করার সুযোগ পান।
কোন কোন সিনেমায় কাজ করেছেন অভিনেত্রী
‘সহযাত্রী’ সিনেমা দিয়ে দিয়ে সিনেমার পর্দায় হাতেখড়ি হয় সাবিত্রীর। ওই ছবিতে মহানায়ক উত্তম কুমারের সঙ্গে পার্শ্ব নায়িকার চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে যান তিনি। এরপর ‘রাতভোর’, ‘নিশিপদ্ম’, ‘ধন্যি মেয়ে’ -সহ আরও অনেক সিনেমায় উত্তম কুমারের সঙ্গে অভিনয় করে সকলের বিশেষ নজর কেড়েছেন তিনি।
কী শোনা যায়
একসঙ্গে কাজ করতে গিয়ে আসতে আসতে মহানায়ককে ভালোবেসে ফেলেন অভিনেত্রী। লোক মুখে শোনা যায় একথা। তিনি একবার জানিয়ে ছিলেন ‘প্রেম খানিকটা ছিল, তবে বেশির ভাগটাই রটনা’। আসলে সেই সময়ে রটে গিয়েছিল যে মহানায়ক উত্তম কুমার সাবিত্রীকে বিয়ে করে বালিগঞ্জে ভাড়া ছিলেন। কিন্তু এটি কাল্পনিক।’
সাবিত্রী আজও অবিবাহিত
১৯৮০ সালে যখন মহানায়ক মারা গেলেন, তখন একেবারেই ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। তখনই বড়পর্দা থেকে সরে আসেন। সাবিত্রী আজও অবিবাহিত। বিয়ে করেননি তিনি। টলিউডে গুঞ্জন, এর কারণেই উত্তম কুমারই। এই অভিনেত্রীর ভক্তের সংখ্যা কিন্তু অনেক।