‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর একটি প্রতিবেদনে জানানো হয়েছে, এলন মাস্ক এবং গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনের স্ত্রী নিকোল শানাহানের মধ্যে সম্পর্ক রয়েছে। সেই কারণে ব্রিন ও শানাহানের মধ্যে বিবাহবিচ্ছেদও হতে চলেছে। এখনও পর্যন্ত স্বামী-স্ত্রীর মধ্যে কেউই এই প্রতিবেদনের পর প্রতিক্রিয়া জানাননি। তবে মাস্ক টুইটারে এই দাবি উড়িয়ে দিয়েছেন।