উড়ে গিয়ে টেনে নিলেন সাইকেল সওয়ারি কিশোরীকে! প্রাণ বাঁচানোর ভিডিও ভাইরাল

উড়ে গিয়ে টেনে নিলেন সাইকেল সওয়ারি কিশোরীকে! প্রাণ বাঁচানোর ভিডিও ভাইরাল

ক্ষণিকের মনোযোগের ঘাটতিতে যেমন মাঝে মাঝে মারাত্মক বিপদ হয়ে যেতে পারে আবার তেমনই তীক্ষ্ণ সচেতনতার কারণে বিপদ থেকে কাউকে উদ্ধারও করা যেতে পারে। একটি সাম্প্রতিক ভিডিওতে এমনই ঘটনা প্রকাশ্যে এসেছে। নাটকীয় এই ভিডিও ফুটেজটি প্রকাশ্যে আসতে না আসতেই দ্রুত ভাইরাল হতে শুরু করেছে সোশ্য়াল মিডিয়ায়।

Reddit-এ আপলোড করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি রাস্তার ধারে তাঁর বন্ধুদের সঙ্গে দেদার আড্ডা দিচ্ছিলেন। নীল রঙের টি-শার্ট পড়া ওই ব্যক্তি সাইকেলের ওপর বসেই আড্ডা দিচ্ছিলেন বন্ধুদের সঙ্গে। ঠিক সেই সময়ে একটি ছোট্ট মেয়ে হঠাৎই রাস্তার উলটোদিকের একটি সরু গলি থেকে সজোরে সাইকেল চালিয়ে বেরিয়ে আসে মেইন রোডে।

বিপদের আঁচ বোঝা যায় যখন মেয়েটি তার সাইকেলের গতি একটুও না কমিয়ে সোজা রাস্তা ক্রস করে ওই আড্ডার দিকে এগোতে থাকে। ওখানে বসে থাকা নীল রঙের শার্ট পরা এক ব্যক্তি মুহূর্তেই বুঝে যান কী বিপদ ঘটতে যাচ্ছে। আসলে মেয়েটি যে রাস্তা বরাবর এগিয়ে আসছিল সেখানে একটি লম্বা লাইটের পোল ছিল। ফলে সাইকেলের গতি না কমালে মেয়েটি যে ওই পোলেই ধাক্কা খাবে এমনটা দেখেই বোঝা যাচ্ছে।

তবে ওই ঘটনায় সামনে থাকা সকলে এতটাই চমকে গিয়েছিলেন যে তাঁরা কিছু করার অবস্থায় ছিলেন না। কিন্তু ওই নীল রঙের শার্ট পরা ব্যক্তি দ্রুততার সঙ্গে এগিয়ে গিয়ে মেয়েটিকে সাইকেলের পেছন দিক থেকে টেনে ধরে কোলে নিয়ে নেন। এতে সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে পোলে ধাক্কা খেলেও মেয়েটি চূড়ান্ত বিপদ থেকে বেঁচে যায়। তারপর অবশ্য অনেকেই দৌড়ে আসে।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল হতেই নেটাগরিকরা প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ওই ব্যক্তির। অনেক ব্যবহারকারীই ওই ব্যক্তিকে ‘ত্রাণকর্তা’ বলে অভিহিত করেছেন। ভিডিওটি ঠিক কোথায় তোলা হয়েছে তা জানা যায়নি। Reddit-এ আপলোড হতেই ভিডিওটি ট্রেন্ডিং হতে শুরু করেছে। এখনও পর্যন্ত ভিডিওটি প্রায় ৮২ হাজার মানুষ দেখেছেন, পছন্দ করেছেন। অনেকেই ওই ব্যক্তিকে নিয়ে প্রশংসাসূচক মন্তব্যও করেছেন।

Published by:Teesta Barman

(Source: news18.com)