এসএসকেএম হাসপাতালে গিয়ে ইডির আধিকারিকদের হুমকি দিয়েছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার আদালতে এমনই দাবি করলেন ইডির আইনজীবী। এমনকী তাঁর ভিডিয়ো রেকর্ডিং তাদের কাছে রয়েছে বলে দাবি করেন তিনি।
এদিন ইডির আইনজীবী আদালতকে জানান, শনিবার গ্রেফতারির পর সন্ধ্যায় SSKM হাসপাতালে গিয়ে ইডির আধিকারিকদের হুমকি দেন পার্থ চট্টোপাধ্যায়। সেই সময় পার্থবাবুর সঙ্গে ছিলেন ED-র ২ জন আধিকারিক। তাদের হুমকি দিয়ে পার্থবাবু বলেন, ‘এটা আমার হাসপাতাল। এখানে আমি যা খুশি করব। যেমন খুশি রিপোর্ট বার করব।’ এর পরই পার্থবাবুকে SSKM-এ ভর্তির নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয় ED. আদালতে আইনজীবী দাবি করেন, সেই কথপোকথনের ভিডিয়োও রয়েছে তাদের কাছে।
বলে রাখি, রবিবার কলকাতা হাইকোর্টে পার্থবাবুকে SSKM হাসপাতালে ভর্তির নির্দেশের বিরুদ্ধে আবেদন করে ইডি। বিকেলে বসে বিচারপতি বিবেক চৌধুরীর এজলাস। সেখানে মামলার শুনানিতে ইডির আইনজীবী বলেন, হাসপাতালে ডনের মতো আচরণ করছেন পার্থ চট্টোপাধ্যায়।