সব শুটিং শেষ, মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন আলিয়া ভাট, আবেগঘন ভিডিও শেয়ার করণ জোহরের

সব শুটিং শেষ, মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন আলিয়া ভাট, আবেগঘন ভিডিও শেয়ার করণ জোহরের

রকি অউর রানী কি প্রেম কাহানির শুটিং শেষ

ভিডিওতে দেখা গিয়েছে, আলিয়া ভাট সকলের মধ্যমণি হয়ে রয়েছেন এবং নাচ করছেন। করণ জোহর এই ভিডিওটি শেয়ার করছেন এবং তিনি তাঁর সিনেমার হিরোইনকে গুডবাই জানাচ্ছেন। আলিয়ার পরনে রয়েছে সাদা রঙের কুর্তি এবং তিনি তাঁর মুখে একটি চামচ ধরে রয়েছেন এবং স্বামী রণবীর কাপুরের গান চান্না মেরেয়া গানে নাচছেন। রণবীর সিং সহ রকি অউর রানী কি প্রেম কাহানির গোটা টিম তাঁকে হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছেন। রণবীর সিং লাল রঙের প্রিন্টেড শার্ট ও ডেনিম পরে রয়েছেন।

সব শুটিং শেষ আলিয়ার

এই ভিডিও শেয়ার করে কেজেও লিখেছেন, ‘‌আমার রানীর জন্য আজ শেষদিন!‌ দেখুন রকি তাঁকে উৎসাহ দিচ্ছেন!‌ আমার উত্তেজনা ও ক্যামেরা পাগলামী করছে। এই প্রেম কাহানীতে রানী তাঁর কাজ শেষ করে ফেলেছে এবার রকি তুমিও চলে এস কাজ শেষ করার ময়দানে।’‌ প্রসঙ্গত, সোমবার আলিয়া ভাট প্রযোজিত ও অভিনীত সিনেমা ডার্লিংস-এর ট্রেলার লঞ্চ হয়। এই সিনেমায় অভিনয় করেছেন শেফালি শাহ, বিজয় বর্মা ও রোশন ম্যাথিউ। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে আলিয়া ভাট উপস্থিত হয়েছিলেন এবং তাঁকে মিষ্টি হলুদ রঙের পোশাকে সূর্যের রশ্মির মতো সুন্দরী লাগছিল।

‘‌ব্রহ্মাস্ত্র’ মুক্তির অপেক্ষায়

পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘‌ব্রহ্মাস্ত্র’‌ সিনেমাও মুক্তির অপেক্ষায়। এই সিনেমায় প্রথমবার আলিয়ার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রিয়্যাল লাইফ পার্টনার রণবীর কাপুর। এর পাশাপাশি এই সিনেমায় দেখা গিয়েছে অমিতাভ বচ্চন, মৌনি রায় ও নাগার্জুন।

বেবিমুনে যাবেন আলিয়া–রণবীর

এ বছরের এপ্রিলেই রণবীর কাপুরের সঙ্গে বিয়ে করেন আলিয়া ভাট। বিয়ের পর পরই নবদম্পতি শুটিং ফ্লোরে ফেরেন। বিয়ের দু’‌মাস পরই আলিয়া তাঁর মা হওয়ার কথা ঘোষণা করেন সোশ্যাল মিডিয়ায়। শোনা যাচ্ছে যে আলিয়ার শুটিং শেষ হওয়ার পর রণবীর ও আলিয়া কিছুদিনের জন্য বেবিমুনে যেতে পারেন। ইংল্যান্ডের কোনও জায়গায় যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। কারণ বিয়ের পর তাঁরা কাজের জন্য হানিমুনে যাওয়ার সুযোগ পাননি।