স্প্যাম কল নিয়ে বিরক্ত? এবার এই উপায়ে একেবারে বন্ধ করে দিন স্প্যাম কল আসা

স্প্যাম কল নিয়ে বিরক্ত? এবার এই উপায়ে একেবারে বন্ধ করে দিন স্প্যাম কল আসা

How to Block Spam Call: বর্তমানে স্মার্টফোনের ক্ষেত্রে একটি বিরাট সমস্যা হল স্প্যাম কল। অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের কল এসে চলেছে স্মার্টফোনে। স্প্যাম কল তিন ধরনের হয়। একটি হল টেলিমার্কেটিং, দ্বিতিয়টি হল রোবো কল এবং তিন নম্বর হল স্ক্যাম কল। এই তিন ধরনের কলের মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীদের বিরক্ত করা হয়। কারণ এটি দিনের মধ্যে অসংখ্য বার চলে আসে স্মার্টফোনে। কিন্তু এটা চিরতরে বন্ধ করে দেওয়া যায় নির্দিষ্ট কয়েকটি উপায়ের মাধ্যমে। এক নজরে দেখে নেওয়া যাক স্মার্টফোনের স্প্যাম কল বন্ধ করার উপায়।

গুগল অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য স্পাম কল বন্ধ করার জন্য দু’টি ফিচার নিয়ে এসেছে। এই দু’টি ফিচার হল কলার আইডি এবং স্প্যাম প্রোটেকশন। অ্যান্ড্রয়েড ফোনের ইউজাররা এই দু’টি ফিচার নিজেদের স্মার্টফোনের টার্ন অন করে রাখলেই স্প্যাম কল থেকে চিরতরে মুক্তি পাবে। গুগলের এই দুটি ফিচার ডিফল্ট হিসাবে স্মার্টফোনে সেভ করে রাখলে যে কোনও সময় সেটি টার্ন অন করা যাবে, আবার টার্ন অফ করা যাবে।

নির্দিষ্ট কয়েকটি উপায়ের মাধ্যমে এই ফিচার চালু করা যাবে নিজেদের ফোনে। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়-

স্টেপ ১ – প্রথমেই নিজেদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ওপেন করতে হবে ফোন অ্যাপ।

স্টেপ ২ – এরপর ক্লিক করতে হবে মোর অপশনে।

স্টেপ ৩ – এরপর ক্লিক করতে হবে সেটিং বাটনে।

স্টেপ ৪ – এরপর ক্লিক করতে হবে স্প্যাম এবং কল স্ক্রিন অপশনে।

স্টেপ ৫ – এরপর টার্ন অন করতে হবে সি-কলার এবং স্প্যাম আইডি অপশনে। এক্ষেত্রে যদি সেটি টার্ন অফ করা থাকে তাহলে সেটি টার্ন অন করতে হবে।

উপরের অপশন যদি কারও অ্যান্ড্রয়েড ফোনে কাজ না করে, তাহলে অন্য উপায়ের মাধ্যমেও অ্যান্ড্রয়েড ফোনে স্প্যাম কল ব্লক করা যায়। এক্ষেত্রে সেটি ম্যানুয়ালি করতে হবে।

নিজেদের অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস ম্যানুয়ালি পরিবর্তন করে স্প্যাম কল ব্লক করা যায়। এবার দেখে নেওয়া যাক সেই উপায়-

স্টেপ ১ – প্রথমেই নিজেদের অ্যান্ড্রয়েড ফোনের ফোন অ্যাপ ওপেন করতে হবে।

স্টেপ ২ – এরপর ক্লিক করতে হবে রিসেন্ট ট্যাব অপশনে, যেটা নিচে রয়েছে।

স্টেপ ৩ – এরপর ক্লিক করতে হবে সেই কলে, যেই স্প্যাম কল আমরা ব্লক করতে চাই।

স্টেপ ৪ – এরপর ক্লিক করতে হবে ব্লক অপশনে এবং সেই স্প্যাম কল ব্লক হয়ে যাবে।

Published by:Ananya Chakraborty

(Source: news18.com)