‘অর্পিতার আবাসনে যেতেন উনিও’, পার্থর সঙ্গে এবার নাম জড়িয়ে গেল তৃণমূল সাংসদের 

‘অর্পিতার আবাসনে যেতেন উনিও’, পার্থর সঙ্গে এবার নাম জড়িয়ে গেল তৃণমূল সাংসদের 

এবার পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে নাম জড়াল বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়ের। অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়া ফ্ল্যাট থেকে আজ প্রায় ২০ কোটি টাকার বেশি উদ্ধার হয়। এর প্রেক্ষিতেই একটি টুইট করেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ এদিন টুইট করে লেখেন, ‘অর্পিতার বেলঘরিয়া হাউজিং কমপ্লেক্স থেকে প্রায় ৩৫ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করা হয়েছে। সৌগত রায়, এমপি (টিএমসি) প্রায়ই ওই আবাসিক কমপ্লেক্সে যেতেন! ওখানে তাঁর অফিস ছিল! সময়ের সাথে সাথে তৃণমূল নেতাদের নোংরা মুখোশ ধীরে ধীরে খসে পড়ছে।’

জানা গিয়েছে,বেলঘরিয়ার ফ্ল্যাটে প্রায় ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে। এর আগে অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে মিলেছিল প্রায় ২২ কোটি টাকা। এই আবহে ফের এত বিপুল পরিমাণ নগদ মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। ৫টি টাকা গোনার যন্ত্র দিয়ে টাকা গুনছেন ব্যাঙ্ককর্মীরা।জানা গিয়েছে, যে মেশিন দিয়ে টাকা গোনা হচ্ছে তাতে মিনিটে ৪ হাজার নোট গোনা সম্ভব। টাকা গণনা রাত দশটার পরও চলছে। জানা গিয়েছে, প্রায় তিরিশ কোটি টাকা উদ্ধার হতে পারে এই ফ্ল্যাট থেকে। এই আবসনে অর্পিতার দু’টি ফ্ল্যাট রয়েছে।

এই ঘটনার প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী টুইট করে লেখেন, ‘টান টান উত্তেজনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কে জিতবে, বেলঘরিয়া না টালিগঞ্জ? টাকা উদ্ধারে ‘এগিয়ে বাংলা’! পেঁয়াজের খোসা ছাড়ানো চলছে, চোখ রাখুন টিভির পর্দায়।’ এদিকেএই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র বলেছেন, ‘এই ঘটনা খুবই উদ্বেগজনক। দল পুরো ঘটনার উপর নজর রাখছে।’