বাংলাদেশঃ আ’লীগ নেতার বিরুদ্ধে মামলা

বাংলাদেশঃ  আ’লীগ নেতার বিরুদ্ধে মামলা

সান নিউজ ডেস্ক: রাজধানীতে দস্তগীর রতন (৫৩) নামে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে পল্টন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোস্তফা জামান পপির বিরুদ্ধে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মঙ্গলবার (২৬ জুলাই) রাতে পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া।

ভুক্তভোগী দস্তগীর রতন বাদী হয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন থানায় মামলাটি করেন। মামলায় আরও ১০ জনকে এজাহারনামীয় ও ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এজাহারনামীয় অন্য আসামিরা হলেন, লোকমান হোসেন ফকির (৫৬), মজিবুল হক (৬৫), আ.ফ.ম ইফতেখার রহমান জয় (২৮), মোতাহার হোসেন বাবুল, আদম আলী (৩৫), সাইদ আব্দুস সানী (৩২), মিজানুর রহমান ওরফে জাবেদ (৩৫), ইব্রাহিম, ফয়সাল (৩০), সেজাত।

মামলার এজাহারে দস্তগীর রতন অভিযোগ করে বলেন, গত ২২ জুন আমিনবাগ কো-অপারেটিভ মার্কেট সোসাইটি লি.-এর বাৎসরিক সাধারণ সভার মিটিং হয়। মিটিংয়ে দোকানের ভাড়া ও খাজনা বাড়ানোর প্রতিবাদ করি। একইসঙ্গে আইডিয়াল হোমসকে সাড়ে ৩ কোটি টাকা, সিদ্দিক রিয়েল এস্টেটকে ২ কোটি ৫০ লাখ টাকা ও নকসি হোমসকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ না দেওয়ার জন্য প্রতিবাদ জানাই। প্রতিবাদে উপস্থিত অন্যান্য দোকানের শেয়ার হোল্ডাররাও একমত পোষণ করেন।

এ সময় মোস্তফা জামান পপি আমার প্রতি ক্ষিপ্ত হন এবং বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করেন। ওই সময় পপির সঙ্গে ৬০-৭০ জন বহিরাগত ছিলেন। পরে গত ২১ জুলাই দুটি নম্বর থেকে আমাকে ফোন করে বলে, আগামীকাল থেকে শান্তিনগর বাজারে আসলে জানে মেরে ফেলব। তার পরে ২০/৩০ লোকজন এসে আমাকে সুপার মার্কেটের দ্বিতীয় তলায় খোঁজাখুঁজি করে। আমি শুনতে পেয়ে পালিয়ে যাই। একই দিনে এ বিষয়ে ডিএমপির পল্টন থানায় একটি সাধারণ ডায়রি করি। সর্বশেষ ২২ জুলাই রাতে শান্তিনগর বাজার সুপার মার্কেটের দ্বিতীয় তলায় রুমে আমার পার্টনার সিরাজুল হক ভুইয়া বাবুর সঙ্গে ব্যবসায়িক আলোচনা করছিলাম। এ সময় সাবেক কাউন্সিলর মোস্তফা জামান পপি ও বাকি আসামিরা অফিসে প্রবেশ করে।

পপি আমাকে হুমকি দিয়ে বলেন, ‘এই তোরে না শান্তিনগর বাজারে আসতে নিষেধ করেছিলাম। তুই কেন আবার বাজারে আসছোস’। এই বলে আমাকে ঘুষি মারে এবং ফ্লোর থেকে লোহার চেয়ার উঠিয়ে মাথার বাম পাশে বারি মেরে আমাকে জখম করে। পরে পপির নির্দেশে বাকি আসামিরাও আমাকে মারধর শুরু করেয়। তারা আমার পকেটে থাকা ১৩ হাজার টাকাও নিয়ে যায়।

পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া বলেন, এক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগে সাবেক কাউন্সিলর পপিসহ ১১ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। আমরা মামলার বিষয়ে তদন্ত করছি। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সান নিউজ/কেএমএল