অনলাইনের মাধ্যমে আবেদন-
DRDO-তে গবেষক বি পদের জন্যে নিয়োগ করবে। DRDO-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তা করতে হবে। আর তা করতে (DRDO Recruitment 2022) হলে এই লিঙ্কে- drdo.gov.ইন ক্লিক করতে হবে। এছাড়াও সরাসরি এই লিঙ্কে- www.drdo.gov.ইন ক্লিক করেও দেশের প্রতিরক্ষা এবং গবেষণা সংস্থা’তে চাকরির জন্যে আবেদন করতে হবে। তবে এই পদের জন্যে আবেদনের আগে অবশ্যই ন্নিয়গ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। আর তা পড়তে হলে এই লিঙ্কে- DRDO Recruitment 2022 Notification PDF- ক্লিক করতে হবে।
শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে
জানা যাচ্ছে মোট ৬৩০ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। গত ৬ জুলাই থেকে এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু (DRDO Recruitment 2022) হয়েছিল। কিন্তু আগামীকাল অর্থাৎ ২৯ জুলাই গবেষণা সংস্থা অর্থাৎ DRDO-তে কাজের জন্যে আবেদনের শেষ সুযোগ। দেরি না করে এখনই এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।
কোনও পদে কত নিয়োগ –
ডিআরডিওতে বিজ্ঞানী ‘বি’ – ৬৭৯ টি পদে নিয়োগ করা হবে। ডিএসটি-তে বিজ্ঞানী ‘বি’ – 08টি শূন্যপদে নিয়োগ করা হবে। ADA-তে বিজ্ঞানী/ইঞ্জিনিয়ার ‘B’ – ৪৩টি শূন্য পদেও নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা-
এই বিষয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে জানানো হয়েছে। তা জেনেই আবেদন করতে বলা হয়েছে। অন্যদিকে (DRDO Recruitment 2022) বেশ কয়েকটি শূন্যপদের জন্যে নিয়োগ করা হবে। এজন্যে সর্বনিম্ন ২৮ বছর পর্যন্ত আবেদন করা যাবে। তবে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে। এমনটাই বলা হচ্ছে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে।
কীভাবে নিয়োগ করা হবে-
এই বিষয়ে স্পষ্ট ভাবে বলা হয়েছে। যেখানে গ্রেট স্কোর এবং ইণ্টারভিউয়ের মাধ্যমে যোগ্য (DRDO Recruitment 2022) প্রার্থীকে বেছে নেওয়া হবে। তবে এই বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই বিজ্ঞপ্তিতি পড়ে নিতে হবে।