বর্ডার সিকিউরিটি ফোর্সে মেগা রিক্রুটমেন্ট! জানুন বিস্তারিত!

বর্ডার সিকিউরিটি ফোর্সে মেগা রিক্রুটমেন্ট! জানুন বিস্তারিত!

#নয়াদিল্লি: সম্প্রতি বর্ডার সিকিউরিটি ফোর্সের (Border Security Force) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে হেড কনস্টেবল এইচসি মিনিস্ট্রিয়াল এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এএসআই স্টেনোগ্রাফার পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। ডেপুটেশনের ভিত্তিতে নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা বর্ডার সিকিউরিটি ফোর্সের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

BSF Recruitment 2022: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন শুরু হয়েছে। প্রার্থীদের বিজ্ঞাপন প্রকাশের আগামী ৩০ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিসের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

BSF Recruitment 2022: আবেদন পদ্ধতি

প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে rectt.bsf.gov.in অনলাইনে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিন বা তার আগে আবেদন করতে হবে।

BSF Recruitment 2022 শূন্যপদের বিবরণ
পদের নাম হেড কনস্টেবল (এইচসি- মিনিস্ট্রিয়াল)
শূন্যপদের সংখ্যা ৩১২
পে স্কেল ২৫৫০০ –৮১১০০ টাকা, লেভেল- ৪
পদের নাম অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (এএসআই স্টেনোগ্রাফার)
শূন্যপদের সংখ্যা ১১
পে স্কেল ২৯২০০ –৯২৩০০ টাকা, লেভেল- ৫

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য

সংস্থা বর্ডার সিকিউরিটি ফোর্স (Border Security Force)
পদের নাম হেড কনস্টেবল এইচসি মিনিস্ট্রিয়াল এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এএসআই স্টেনোগ্রাফার
শূন্যপদের সংখ্যা ৩২৩
বিশদ দেখুন
কাজের স্থান, কাজের ধরন, নির্বাচন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা
আবেদন শুরু বর্তমানে চলছে
বেতনক্রম কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদনের শেষ তারিখ বিজ্ঞাপন প্রকাশের আগামী ৩০ দিনের মধ্যে

BSF Recruitment 2022: আবেদনের যোগ্যতা

হেড কনস্টেবল (এইচসি- মিনিস্ট্রিয়াল)
প্রার্থীদের ভারতের যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে।
অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (এএসআই স্টেনোগ্রাফার)
প্রার্থীদের ভারতের যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। এর সঙ্গে প্রার্থীদের শর্টহ্যান্ড/টাইপিং স্কিল টেস্ট নেওয়া হবে।

BSF Recruitment 2022: আবেদন ফি

জেনারেল/ওবিসি/ইডব্লুএস: ১০০ টাকা
SC/ST/প্রাক্তন চাকরিজীবী: কোনও ফি লাগবে না

BSF Recruitment 2022: নির্বাচন প্রক্রিয়া

লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, ফিজিক্যাল স্ট্যান্ডার্ট টেস্ট এবং মেডিক্যাল টেস্ট ইত্যাদি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।

Published by:Teesta Barman

(Source: news18.com)