কমনওয়েলথ গেমস ২০২২-এ পুরুষদের ব্যাকস্ট্রোক-এর ১০০ মিটারের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলেন ভারতীয় সাঁতারু শ্রীহরি নটরাজ। সেমিফাইনালে ৫৪.৫৫ সেকেন্ডে সেকেন্ডে সাঁতার শেষ করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নেন এই ভারতীয় প্রতিযোগী। ২১ বছর বয়সী এই প্রতিযোগী হিটে চতুর্থ স্থান অধিকার করে নেন এবং সব মিলিয়ে সপ্তম স্থানে শেষ করে পদকের আশা বাঁচিয়ে রাখেন। এই প্রতিযোগীতার ফাইনাল আয়োজিত হবে রবিবার।
সেমিফাইনালে দ্রুততম সাঁতারু হিসেবে এই ইভেন্ট শেষ করেছেন দক্ষিণ আফ্রিকার সাঁতারু পিটার কয়েটজে। প্রথম দিনের প্রতিযোগীতায় ৫৩.৬৭ সেকেন্ডে ১০০ মিটারের ব্যাকস্ট্রোক সম্পূর্ণ করেন তিনি। ফাইনালে যদি ভারতকে পদক এনে িতে পারেন শ্রীহরি তা হলে প্রশান্ত কর্মকারের পর দ্বিতীয় সাঁতারু হিসেবে কমনওয়েলথ গেমসে ভারতকে পদক এনে দেওয়ার কৃতিত্ব অর্জন করবেন তিনি। ২০১০ সালে দিল্লিতে আয়োজিত কমনওয়েলথ গেমসে দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন প্যারা সুইমার প্রশান্ত কর্মকার।
গত বছর টোকিও অলিম্পিকে প্রথম ভারতীয় সাঁতারু হিসেবে এই ইভেন্টে এ হিটে অংশ নিয়েছিলেন বেঙ্গালুরু এই তরুণ। ৫৪.৩১ সেকেন্ডে সাঁতার শেষ করে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ২৭ নম্বরে শেষ করেছিলেন তিনি। পুরুষের ৪০০ মিটার ফ্রিস্টাইল হিটে কুশাগ্র রাওয়াত সেমিফাইনালে উঠতে ব্যর্থ হন। ৩.৫৭.৪৫-এ সাঁতার শেষ করার ফলে ছিটকে যান তিনি। চতুর্দশ স্থানে শেষ করেন তিনি। পুরুষের ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে ব্যর্থ হয়েছেন আরেক সাঁতারু সজন প্রকাশ। ২৫.০১ সেকেন্ডে সাঁতার শেষ করে ছিটকে যান সজন প্রকাশ।
রবিবার গোটা দেশের নজর থাকবে ২১ বছর বয়সী তরুণ সাঁতারু শ্রীহরি নটরাজের উপর। ফাইনালে ওঠার সঙ্গেই পকের আশা বাঁচিয়ে রেখেছেন তিনি। শ্রীহরি যদি এই ইভেন্টে দেশকে পদক এনে দিতে পারেন তা হবে ইতিহাস। কমনওয়েলথ গেমস থেকে দ্বিতীয় সাঁতারু হিসেবে ভারতকে পদক এনে দেবেন বেঙ্গালুরুর তরুণ এর আগে এই কৃতিত্ব একমাত্র অর্জন করেছেন প্যারা সুইমার প্রশান্ত কর্মকার।