CoWin Portal: কোউইন এবার সদ্যোজাত ও গর্ভবতীদের রুটিন টিকাকরণেও

CoWin Portal: কোউইন এবার সদ্যোজাত ও গর্ভবতীদের রুটিন টিকাকরণেও

মৈত্রেয়ী ভট্টাচার্য: কোভিড টিকাকরণে সাফল্যের মুখ দেখার পর এবার কোউইন প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে সদ্যোতাজ ও গর্ভবতীদের রুটিন টিকাকরণের কাজেও। দেশব্যাপী ২০০ কোটি করোনা টিকা সম্পন্নকরণকে সম্মান জানাতে ২৬ জুলাই দিল্লিতে এক সম্মাননা সভার আয়োজন করে দেশের স্বাস্থ্যমন্ত্রক এবং করোনা টিকাকরণের অন্যতম সহযোগী সংস্থা ইউএনডিপি।

সেই সম্মাননা সভার পাশাপাশি আয়োজন করা হয়েছিল ছিল এক কর্মশালারও। সেখানেই করোনার টিকাকরণের সাফল্যকে মাথায় রেখে পরবর্তী পদক্ষেপ হিসেবে কোউইন পোর্টালকে রুটিন টিকাকরণের পোর্টাল হিসেবে কীভাবে ব্যবহার করা যায়, তার রূপরেখা তৈরি হয়। ইউএনডিপি সূত্রে খবর, স্বাস্থ্য মন্ত্রকের ভাবনা অনুযায়ী প্রতি রাজ্য থেকে ২ টি জেলা, ছোট রাজ্যের ক্ষেত্রে একটি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে একটি করে জেলাকে বেছে নেওয়া হয়েছে এই নতুন প্রকল্পের পাইলট হিসেবে। আগামী কয়েক মাস ধরে এই জেলাগুলিতে পাইলট প্রজেক্ট হিসেবে কোউইন পোর্টালকে ব্যবহার করা হবে নবজাতক এবং গর্ভবতী মহিলাদের টিকাকরণের কাজে।

টিকাকরণ পদ্ধতিকে সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্যেই এই প্রকল্পকে বাস্তবায়িত করার দিকে বেশি জোর দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রক। যাতে একদিকে ভারতের নবজাতক এবং গর্ভবতী মায়েদের প্রকৃত সংখ্যা জানা যায়। পাশাপাশি, সময়মত টিকাকরণও করা সম্ভব হয়। কোনও মা যদি তার সন্তানের টিকাকরণের তারিখ ভুলেও যান, তাহলে পোর্টাল থেকেই এসএমএসের মাধ্যমে পরবর্তী টিকাকরণের সময় জানিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, বিভিন্ন কারণে অনেক পরিবারকেই অনেক সময় এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যেতে হয়। সেই পরিযায়ী পরিবারগুলির ক্ষেত্রেও নথিভুক্তিকরণ এবং দেশের যে কোনও প্রান্ত থেকে সফলভাবে টিকাকরণের কাজ সহজেই করা যাবে। শুধু তাই নয়, টিকাকরণের পর দেওয়া হবে সার্টিফিকেটও।

(Source: zeenews.com)