Kentucky Floods: বিপুল বৃষ্টিতে ডুবে গিয়েছে গোটা শহর, ১৬ জনের মৃত্যু…

Kentucky Floods: বিপুল বৃষ্টিতে ডুবে গিয়েছে গোটা শহর, ১৬ জনের মৃত্যু…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বন্যার জেরে পূর্ব কেন্টাকিতে বাড়ছে মৃতের সংখ্যা। ৬ জন শিশু-সহ অন্তত ১৬ জনের মৃত্যু ঘটেছে। ভয়াবহ বৃষ্টির জেরে এটা ঘটেছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। কেন্টাকির রাস্তাঘাট ভেঙে ধুয়ে গিয়েছে। নদী উপচে উঠেছে। আশঙ্কা করা হচ্ছে আরও বড় মাপের ক্ষয়ক্ষতির খতিয়ানই আগামি দিনে সামনে আসবে। হেলিকপ্টার ও নৌকা নিয়ে উদ্ধারকারীরা নেমে পড়েছেন উদ্ধারকার্যে। কেন্টাকির কয়লাখনি অঞ্চলে এই দুর্যোগ ঘটেছে।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার সাংবাদিক বৈঠকে বলেছেন, এখনও উদ্ধারকার্যের অনেকটাই বাকি, এখনও কত কিছু সামনে আসবে কেউ জানে না। আরও কত বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে, কে জানে!

হেলিকপ্টার থেকে তোলা দৃশ্য দেখে সকলেই চমকে যাচ্ছেন। ফ্রাঙ্কফোর্টের দক্ষিণপূর্বে ১৬০ কিলোমিটার দূরের জ্যাকসন শহর যেটি প্রায় ২২০০ জন বাসিন্দার শহর, সেটি প্রায় জলে ডুবে গিয়েছে।

মাত্র ৭ মাসের ব্যবধানে কেন্টাকির এই বন্যাকে ‘জাতীয় বিপর্যয়’ বলে উল্লেখ করা হয়েছে। এর আগে পর পর ধেয়ে আসা টর্নেডোর ধাক্কায় প্রায় ৮০ জনের মৃত্যু ঘটেছে। এই বিপর্যয় ঘটেছে ২৪ ঘণ্টায় ১৩-২৫ সেন্টিমিটার বৃষ্টিপাতের জেরে। কেন্টাকি জিওলজিক্যাল সার্ভের তরফে পরিবেশবিজ্ঞানী উইলিয়াম হানবার্গ বলেছেন, এই অঞ্চলে এই ধরনের বৃষ্টি হওয়ার কোনও পূর্ব রেকর্ড পাওয়া যায়নি।

কেন্টাকি সীমান্তের কাছে যে নদী আছে সেখানে একটা ফ্লাশফ্লাডের ঘটনাও এখানে এই দুর্যোগের কারণ হিসেবে বলা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কেন্টাকির এই প্রাকৃতিক দুর্ঘটনাকে ‘মেজর ডিজাস্টার’ হিসেবে ঘোষণা করেছেন এবং এর জন্য অর্থ বরাদ্দের কথাও ঘোষণা করেন।

(Source: zeenews.com)