‘শিবসেনা-কে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র’, রাউতের বাড়িতে ইডি অভিযান প্রসঙ্গে উদ্ধব

‘শিবসেনা-কে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র’, রাউতের বাড়িতে ইডি অভিযান প্রসঙ্গে উদ্ধব

মুম্বই : “আমাদের দলকে শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। সঞ্জয় রাউতের (Sanjay Raut) বিরুদ্ধে এজেন্সির পদক্ষেপ তারই অংশ।” এমনই অভিযোগ তুললেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ( Uddhav Thackeray)।

আর্থিক তছরুপ অভিযোগের তদন্তে আজ একদিকে যখন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি, ঠিক সেই সময় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন উদ্ধব ঠাকরে। তিনি বলেন, “ইডি-র অতিথিরা সঞ্জয় রাউতের বাড়িতে। সম্ভবত তাঁকে গ্রেফতার করা হবে। এটা কী ধরনের ষড়যন্ত্র ? শিবসেনা হিন্দু ও মারাঠিদের শক্তি জোগায়, সেই জন্য এই দলকে শেষ করে দেওয়ার একটা ষড়যন্ত্র শুরু হয়েছে।”

তাঁর বক্তব্যে উঠে আসে আনুগত্যের প্রসঙ্গ। তিনি বলেন, “শিবসেনা যাঁদের রাজনৈতিকভাবে উত্থানে সাহায্য করেছেন, আজ তাঁরা আনুগত্য বদলে নিয়েছে। অর্জুন খোটকার (প্রাক্তন মন্ত্রী যিনি বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছিলেন) অন্তত স্বীকার করে নিয়েছেন যে, চাপের মুখে তিনি বিদ্রোহ করেছিলেন। প্রয়াত সেনা নেতা আনন্দ দিঘে শিবসৈনিকদের দেখিয়ে দিয়ে গেছেন, আনুগত্য আসলে কী ? দুই বছর তাঁকে জেল খাটতে হয়েছে।”

প্রসঙ্গত, শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে কিছু আগেই আটক করেছে ইডি (Enforcement Directorate)। টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর জমি-দুর্নীতি মামলায় উদ্ধব-ঘনিষ্ঠকে সঞ্জয় রাউতকে আটক করে কেন্দ্রীয় এই সংস্থা। ঘটনার প্রতিবাদে সঞ্জয় রাউতের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করেন তাঁর অনুগামীরা।

কী অভিযোগ সঞ্জয় রাউতের বিরুদ্ধে ?

শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। এই মামলায় ইডি একাধিকবার তাঁকে তলবও করেছে। তবে প্রথমবার হাজিরা দিলেও পরের দুইবার তলবে তিনি হাজিরা এড়িয়ে যান। আর্থিক বেনিয়ম এবং দুর্নীতির মামলাতেই ১ জুলাই সঞ্জয় রাউত-কে ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছল ইডি। কিন্তু এরপরে ফের ২০ জুলাই তাঁকে তলব করা হলে, ইডি-কে সঞ্জয় রাউতের আইনজীবী জানান, সংসদ অধিবেশন চলায় ব্যস্ত রয়েছেন তিনি। ৭ অগাস্টের পরেই হাজিরা দিতে পারবেন বলে জানান রাউতের আইনজীবী। এরপরেই আজ সাতসকালে সঞ্জয় রাউতের বাড়িতে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ চালাতে উপস্থিত হন ইডি অধিকারিকরা। এদিকে সঞ্জয় রাউতের বাড়ি সামনে উপস্থিত হন তাঁর অনুগামীরা।

(Source: abplive.com)