কমনওয়েলথ গেমসের ক্রিকেটে গ্রুপ এ-র মরণ-বাঁচন লড়াইয়ে পাকিস্তানকে উড়িয়ে দিল হরমনপ্রীত কৌরের ভারত। জয়ের জন্য ১৮ ওভারে ভারতের দরকার ছিল ১০০ রান। দুই উইকেট হারিয়ে ৩৮ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে ফেলল ভারত। টানা দুটি ম্যাচ হেরে ছিটকে গেল পাকিস্তান। ভারত এদিন প্রথম জয় পেয়ে সেমিফাইনালের দৌড়ে রইল ভালোভাবেই। আটটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪২ বলে ৬৩ রানে অপরাজিত রইলেন স্মৃতি মান্ধানা।