কোন পথে নিয়োগ-
Flipkart একাধিক পদের জন্যে এই নিয়োগ করবে। যার মধ্যে ডেলিভারি বয়, অফিসে বসে কাজের জন্যে এবং অফিস অ্যাটেন্ডেড (Office Attendant) হিসাবে এই নিয়োগ করা হবে। একেবারে ফুল টাইমের জন্যে এই নিয়োগ করা হবে। Flipkart-এর তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।
বেতন কাঠামো
এক সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে এই প্রতিবেদন লেখা হয়েছে। যেখানে বলা হয়েছে, প্রত্যেক মাসে ১২ হাজার টাকা বেতন দেওয়া হবে যোগ্য প্রার্থীকে। তবে গ্রেড পে’য়ের বিষয়ে বিস্তারিত ভাবে কিছু বলা হয়নি ওই প্রতিবেদনে।
জরুরি তথ্য
ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদগুলির জন্যে যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে। দেশের বিভিন্ন শহরের জন্যে এই নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, এই পদের জন্যে সর্বনিম্ন ১৮ বছর থেকে আবেদন করা যাবে। সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে বলে জানা যাচ্ছে। তবে এই লিঙ্কে https://www.flipkartcareers.com/#!/joblist – ক্লিক করে Flipkart-এর কারেন্ট অপশনগুলি বিস্তারিত ভাবে জেনে নিতে পারেন।
শিক্ষাগত যোগ্যতা
এই বিষয়ে বিস্তারিত ভাবে জানানো হয়েছে। ক্লাস ১০ কিংবা ১২ পাশ আউট ছাত্ররা এই পদের জন্যে আবেদন করতে পারেন।
কীভাবে আবেদন
অনলাইনের মাধ্যমে Flipkart-এর এই পদের জন্যে আবেদন করা যাবে। www.flipkartcareers.com– এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে। তবে কোন পদের জন্যে আবেদন করবেন তা লগ ইন করে আবেদন করতে হবে। অনলাইনে পাওয়া তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন লেখা হয়েছে। আবেদনের আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট ভালো ভাবে পড়েই আবেদন করতে হবে।