কমনওয়েলথ গেমসের চতুর্থ দিনে দেশকে তৃতীয় পদকটি এনে দিলেন হারজিন্দর কৌর। মহিলাদের ৭১ কেজি বিভাগে তিনি জিতলেন ব্রোঞ্জ। ফলে ভারত ইতিমধ্যেই ঝুলিতে পুরে ফেলল ৯টি পদক। মোট ২১২ কেজি ভার তুলে ব্রোঞ্জ জেতেন হারজিন্দর। এদিকে, ব্যাডমিন্টনের মিক্সড টিম ইভেন্টের ফাইনালে পৌঁছে পদক নিশ্চিত করেছে ভারত।
তবে সাঁতারে পদক এলো না। পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোক ফাইনালে ২৫.২৩ সেকেন্ড সময় করে পঞ্চম স্থান পেলেন ভারতের শ্রীহরি নটরাজ। বক্সিংয়ে পুরুষদের ৮০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠলেন ভারতের আশিস কুমার। নিউয়ের ট্রেভিস টাপাটুয়েটুয়োকে হারালেন ৫-০ ব্যবধানে।