বাংলাদেশঃ স্বেচ্ছাসেবক দল নেতা রহিম হত্যার বিচার দাবি

বাংলাদেশঃ  স্বেচ্ছাসেবক দল নেতা রহিম হত্যার বিচার দাবি

জামালপুর প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেন, ভোটার বিহীন অবৈধ শেখ হাসিনা সরকারের মসনদে কাঁপন ধরেছে পতনের আশংকায়। তাই খুন হত্যা দমন নিপিড়ন চালিয়ে সরকার বিরোধী আন্দোলনরত বিএনপির নেতাকর্মীদের দমনে মরিয়া হয়ে উঠেছে।

এরই ধারাবাহিকতায় ভোলায় বিদুৎ এর লোডশোডিং ও দ্রব্যমুল্যের উর্ধগতির প্রতিবাদে কর্মসুচিতে বিনা উস্কানিতে পুলিশ নির্বিচারে গুলি চালালে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহত হয়। এই হত্যা সরকারের পরিকল্পিত। সরকার বিরোধী আন্দোলন দমাতে সরকার এই হত্যাকান্ড ঘটিয়েছে।

তিনি আরো বলেন, গুম খুন করে সরকার বিরোধী আন্দোলন দমন নয় আরো বেগবান হবে। শহীদ আব্দুর রহিমের রক্তের কসম খেয়ে বলছি, এই স্বৈরাচারিনী শেখ হাসিনাকে গদি থেকে টেনে হেঁচরে না নামিয়ে বিএনপির একটি নেতাকর্মীরা ঘরে ফিরে যাবেনা।

রহিম হত্যার বিচারের ফয়সালা রাজপথেই হবে বলে হুসিয়ারী উচ্চারন করেন এই বিএনপি নেতা।ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে জামালপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামালপুর শহরের স্টেশন রোড মোড়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সোমবার দুপুর ১২ টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মোমেন আকন্দ কাউসারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্ণেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম রুকন,আজাদ সওদাগর,আব্দুর রব, শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহেদ আলী, সদস্য সচিব সাখাওয়াত হোসেন টুটুল,মাদারগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফিজুর রহমান প্রমুখ।

সান নিউজ/এসআই