ব্যবসায় বিরাট ক্ষতি! এশিয়ার ধনীতম মহিলার এক বছরেই সম্পত্তি কমে হল অর্ধেক

ব্যবসায় বিরাট ক্ষতি! এশিয়ার ধনীতম মহিলার এক বছরেই সম্পত্তি কমে হল অর্ধেক

বেজিং: ইয়াং হুইয়ান (Yang Huiyan) ৷ এশিয়ার সবচেয়ে ধনীতম মহিলা হিসেবেই পরিচিত তিনি ৷ কিন্তু চিনে রিয়াল এস্টেট শিল্পের করুন দশা হওয়ার পর থেকেই মহিলার খারাপ দিন শুরু হয়েছে ৷ মাত্র এক বছরের মধ্যেই নিজের অর্ধেকের বেশি সম্পত্তি হারিয়েছেন ইয়াং ৷ বিশ্বের কোটিপতিদের তালিকাতেও অনেকটাই নীচের দিকে নেমে গিয়েছেন তিনি ৷ এত কম সময়ের মধ্যে এত খারাপ দিন যে দেখতে হবে, তা শুধু ইয়াং কেন, ভাবতে পারেননি কেউই ৷

চিনের অন্যতম বৃহৎ রিয়াল এস্টেট সংস্থা কান্ট্রি গার্ডেন ৷ ইয়াংয়ের দখলে ওই সংস্থার সর্বাধিক শেয়ার ৷ কিন্তু গত বছর যেখানে ইয়াংয়ের মোট সম্পত্তির পরিমাণ ছিল ২৩৭০ কোটি ডলার ৷ প্রায় ৯০ হাজার কোটি ডলারের কাছাকাছি ৷ কিন্তু এই বিপুল পরিমাণ সম্পত্তি রাতারাতি কমে দাঁড়িয়েছে ১,১৩০ কোটি ডলারে ৷ অর্থাৎ সম্পত্তি কমেছে ৫০ শতাংশের বেশি ৷ ঠিক সময়ে ক্রেতাদের হাতে ফ্ল্যাটের চাবি তুলে দেওয়া সম্ভব হয়নি ৷ তাই সবমিলিয়ে এখন ভালোমতোই সমস্যায় ইয়াং এবং তাঁর সংস্থা ৷

Published by:Siddhartha Sarkar

(Source: news18.com)