শুধু মুখে হুঁশিয়ারি নয়, তাইওয়ানের পথে একের পর এক চিনা ট্যাঙ্ক! দেখুন ভিডিও

শুধু মুখে হুঁশিয়ারি নয়, তাইওয়ানের পথে একের পর এক চিনা ট্যাঙ্ক! দেখুন ভিডিও

#বেজিং: তাইওয়ানে কি এবার সত্যি সত্যি সামরিক শক্তি প্রয়োগ করবে চিন? মার্কিন সংসদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে ইতিমধ্যেই সেই সম্ভাবনা জোরালো হয়েছে৷ ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের তীব্র বিরোধিতা করেছে চিন৷ এর ফলও মারাত্মক হবে বলে আমেরিকাকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে তারা৷

ইতিমধ্যেই তাইওয়ানের কাছাকাছি এলাকায় নিজেদের বেশ কয়েকটি যুদ্ধ বিমান পাঠিয়ে দিয়েছে চিন৷ এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেল, তাইওয়ান সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে চিনের একের পর এক ট্যাঙ্ক এবং সামরিক অস্ত্রশস্ত্র বহনকারী সাঁজোয়া গাড়ি৷

চিনের একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভিডিও দেখা গিয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে, ফুজিয়ানের একটি ব্যস্ত রাস্তা ধরে তাইওয়ানের পথে এগোচ্ছে চিনা সামরিক বাহিনীর ট্যাঙ্ক এবং বড় বড় ট্রাক৷ বেশ কিছু বড় বড় ট্রাকে তুলেও ট্যাঙ্ক নিয়ে যাওয়ার ছবি ধরা পড়েছে৷ ইতিমধ্যেই তাইওয়ানকে ঘিরে সমুদ্রে সামরিক মহড়া শুরু করে দিয়েছে চিন৷ চিনের সম্ভাব্য আক্রমণ রুখতে সতর্ক রয়েছে তাইওয়ানের সেনাও৷

তাইওয়ানকে নিজেদের এলাকা বলে বরাবর দাবি করে এসেছে চিন৷ তাইওয়ানের সঙ্গে সরাসরি কূটনৈতিক সম্পর্ক রক্ষা করে যে দেশগুলি, তাদের বিরোধিতাও করে বেজিং৷ তাই আমেরিকার সংসদের স্পিকারের তাইওয়ান সফরকে একেবারেই ভাল ভাবে নিচ্ছে না জিনপিং সরকার৷

আমেরিকা অবশ্য দাবি করেছে, তিনি কোথায় যাবেন না যাবেন সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেশের সংসদের স্পিকারের আছে৷ চিন অবশ্য আমেরিকার এই যুক্তি মানতে নারাজ৷ এই সফরকে ন্যান্সি পেলোসির ব্যক্তিগত সফর বলে মানতেও নারাজ বেজিং৷ চিনা বিদেশমন্ত্রক জানিয়ে দিয়েছে, এই সফর চলতে থাকলে পাল্টা পদক্ষেপ করতে বাধ্য হবে তারা৷

ন্যান্সি পেলোসি অবশ্য মঙ্গলবার গভীর রােত তাইওয়ানে পৌঁছে দাবি করেছেন, তাইওয়ানের পাশ থেকে সরবে না আমেরিকা৷ পাশাপাশি, তাঁর এই সফরের উদ্দেশ্য উত্তেজনা না বাড়িয়ে শান্তি প্রতিষ্ঠা করা বলেও দাবি করেছেন পেলোসি৷ যদিও সেই আশ্বাসে কান দিতে নারাজ বেজিং৷ বরং আমেরিকার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে রীতিমতো সতর্ক করে দিয়েছে তারা৷

চিন বরাবরই হুঁশিয়ারি দিয়ে এসেছে, প্রয়োজনে শক্তি প্রয়োগ করেই তাইওয়ানের দখল নেবে তারা৷ গত কয়েক দশক ধরে চিনা অভ্যুত্থানের আশঙ্কায় দিন কেটেছে তাইওয়ানের ২ কোটি ৩০ লক্ষ বাসিন্দাদের৷ চিনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শাসনকালে সেই ভয় আরও বেড়েছে৷

Published by:Debamoy Ghosh

(Source: news18.com)