Railway Recruitment 2022: কোচ ফ্যাক্টারিতে ব্যাপক নিয়োগ, ক্লাস ১০ পাশ করলেই চাকরি

Railway Recruitment 2022: কোচ ফ্যাক্টারিতে ব্যাপক নিয়োগ, ক্লাস ১০ পাশ করলেই চাকরি

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে

গত ২৭ জুন এই সংক্রান্ত বিজ্ঞপ্তি ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, ICF-এর তরফে জারি করা হয়। তবে আগামী ২৬ জুলাই থেকে এই শূন্যপদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হবে। তবে এজন্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর তা করতে হলে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তা করতে হবে। লিঙ্কটি হল- pb.icf.gov.ইন-। তবে আবেদনের আগে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে – https://pb.icf.gov.in/act/notification.pdf– ক্লিক করতে হবে।

৮৭৬ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ

৮৭৬ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ

মোট ৮৭৬ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। তবে এই পদের জন্যে নুন্যতম শিক্ষাগত যোগ্যতা, নুন্যতম বয়সীমা, আবেদন প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত তথ্য এই প্রতিবেদনে আলোচনা করা হল-

শিক্ষাগত যোগ্যতা-

শিক্ষাগত যোগ্যতা-

অঙ্ক এবং বিজ্ঞান নিয়ে নুন্যতম পড়াশুনা থাকতে হবে আবেদনকারীর। এছাড়া এই বিষয়ে নুন্যতম ক্লাস ১০ পাশ করতেই হবে। পদগুলির জন্য ন্যাশানাল ডেট সার্টিফিকেট প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তা জেনেই আবেদন করুন।

আবেদনকারীর বয়সসীমা-

আবেদনকারীর বয়সসীমা-

এই পদের জন্যে আবেদন করতে হলে নুন্যতম আবেদনকারীর বয়স ১৫ হতেই হবে। তবে সর্বোচ্চ ২৪ বছর পর্যন্ত আবেদন করা যাবে বলে মনে করা হয়েছে। এছাড়াও, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে বেশ কিছু ছাড়পত্র দেওয়া হয়েছে ।

কীভাবে আবেদন করবেন?

কীভাবে আবেদন করবেন?

সবার প্রথম সরকারি ওই ওয়েবসাইট অর্থাৎ pb.icf.gov.ইন-এ ক্লিক করতে হবে। এরপর সংশ্লিষ্ট ওই পোর্টালে লগ ইন করতে হবে। এরপর ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নিতে হবে। আর তা পরেই আবেদন পত্র ভরতে হবে। ছবি এবং প্রয়োজনীয় নথি সাবমিট করতে হবে। এরপর আবেদন শুল্ক ১০০ টাকা জমা দিতে হবে। এরপর আবেদন করতে হবে।