নয়া দিল্লি: কলকাতা: কাবুলে মার্কিন (USA) ড্রোন হামলায় (Drone Attack) নিহত জঙ্গি আল জাওয়াহিরি (Ayman-al-Zawahiri)। প্রসঙ্গত, ৯/১১ হামলার মাস্টারমাইন্ড ছিল আল জাওয়াহিরি। এই খবর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) নিশ্চিত করেছেন। সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) রবিবার কাবুলের বাইরে আইমান আল-জাওয়াহিরিকে হত্যার একটি অভিযান চালায় বলে খবর।
কাবুলে জাওয়াহিরির ডেরায় রকেট হামলার কথা জানান প্রেসিডেন্ট। জানা গিয়েছে, রবিবার সকালে গোপন ডেরার বারান্দায় এসে দাঁড়ানো মাত্রই রকেট হামলা হয়। একসঙ্গে একজোড়া হেলবয় মিসাইল ছোড়ে মার্কিন ড্রোন, এমনটাই খবর। এই জোড়া ড্রোন হামলায় মৃত্যু জঙ্গি আল জাওয়াহিরির। এই ড্রোন হামলায় কোনও সাধারণ নাগরিকের মৃত্যু হয়নি, দাবি আমেরিকার।
On Saturday, at my direction, the United States successfully conducted an airstrike in Kabul, Afghanistan that killed the emir of al-Qa’ida: Ayman al-Zawahiri.
Justice has been delivered.
— President Biden (@POTUS) August 1, 2022
এদিকে, এই হামলার কথা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি টুইটারে বলেন, ‘আল জাওয়াহিরি আমেরিকান নাগরিকদের বিরুদ্ধে হত্যা ইতিহাস তৈরি করেছিলেন। তার ন্যায়বিচার করা হয়েছে। এই সন্ত্রাসী নেতা আর নেই। ৯/১১-র বদলা এতদিনে সম্পূর্ণ হল”, ট্যুইটে এমনটাই মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের। অন্যদিকে, মার্কিন ড্রোন হামলার সমালোচনা করেছে তালিবান।
এক টেলিভিশনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আফগান রাজধানী কাবুলে জাওয়াহিরিকে লক্ষ্য করেই অভিযান চালানো হয়েছে। এই হামলার জন্য চূড়ান্ত অনুমোদন দিয়েছিলাম। প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, জাওয়াহিরির মৃত্যু নয়-এগারোর হামলায় নিহত তিন হাজার নিরাপরাধ পরিবারকে শান্তি দেবে।
(Source: abplive.com)