কমনওয়েলথ গেমসের বক্সিংয়ে নিশ্চিত ৬ পদক, পুরুষ হকির সেমিতে ভারত, জয় সৌরভ-দীপিকার

কমনওয়েলথ গেমসের বক্সিংয়ে নিশ্চিত ৬ পদক, পুরুষ হকির সেমিতে ভারত, জয় সৌরভ-দীপিকার

হকির সেমিফাইনালে ভারত

মহিলা হকি দলের পর এবার ভারতের পুরুষ হকি দলও পৌঁছে গেল কমনওয়েলথ গেমসের সেমিফাইনালে। আজ সহ অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের হ্যাটট্রিকের সুবাদে ভারত ওয়েলসকে ৪-১ গোলে হারিয়েছে। পুল বি-র শেষ ম্যাচে হরমনপ্রীত ম্যাচের ১৯, ২০ ও ৪০ মিনিটে গোলগুলি করেন। এর মধ্যে দুটি গোল পেনাল্টি কর্নার থেকে। ৪৯ মিনিটে গুরজন্ত সিং একটি গোল করেন। ওয়েলসের একমাত্র গোলটি সেট পিস থেকে ৫৫ মিনিটের মাথায় করেন ড্র্যাগ ফ্লিকার গ্যারেথ ফারলং। ইংল্যান্ডের চেয়ে গোলপার্থক্যে ২২ গোলে এগিয়ে থাকায় ভারত পুল বি-র শীর্ষে থেকেই সেমিতে গেল। ইংল্যান্ডের কানাডার সঙ্গে ম্য়াচ বাকি। বিরতিতে ভারত ২-০ গোলে এগিয়ে ছিল।

স্কোয়াশে সৌরভ-দীপিকার জয়

স্কোয়াশের সিঙ্গলসে দেশের হয়ে ঐতিহাসিক ব্রোঞ্জ জেতার পর শ্যালিকা তথা দীর্ঘদিনের সতীর্থ দীপিকা পাল্লিকলকে নিয়ে মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সৌরভ ঘোষাল। চলতি বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব জেতা দীপিকা-সৌরভ জুটি বার্মিংহ্যাম গেমসে শীর্ষ বাছাই হিসেবে খেলছে। রাউন্ড অব সিক্সটিনে তাঁরা ২-০ ব্যবধানে হারালেন ওয়েলসের এমিলি হুইটলক ও পিটার ক্রিডের জুটিকে। মহিলাদের ডাবলসের প্রি কোয়ার্টার ফাইনালে উঠল ভারতের অনাহত সিং ও সুনয়না কুরুভিল্লার জুটি। তাঁরা দুজনেই এবার প্রথমবার কমনওয়েলথ গেমসে খেলছেন। শ্রীলঙ্কার প্রতিপক্ষকে তাঁরা হারালেন ১১-৯, ১১-৪ ব্যবধানে। অনাহতের বয়স মাত্র ১৪। পুরুষদের ডাবলসে অভয় সিং ও ভেলাভান সেন্তিকুমার জুটিও শেষ ষোলোয় উঠেছে। যদিও মিক্সড ডাবলসে রাউন্ড অব সিক্সটিনে হেরে গিয়েছে জোশনা চিনাপ্পা (Joshna Chinappa) ও হরিন্দরপাল সান্ধুর জুটি। ডাবলসের বিশ্বচ্যাম্পিয়ন জুটি চিনাপ্পা ও পাল্লিকলও এদিন অভিযান শুরু করবেন।

বক্সিংয়ে নিশ্চিত ৬ পদক

বক্সিংয়ে নিশ্চিত ৬ পদক

বক্সিংয়ে গতকাল পদক নিশ্চিত করেছিলেন নীতু, মহম্মদ হুসামুদ্দিন ও নিখাত জারিন। আজ বক্সিংয়ে পদক প্রথমে নিশ্চিত করেন অমিত পঙ্ঘল। এরপর জেসমিন মহিলাদের লাইটওয়েট (৬০ কেজি) বিভাগের কোয়ার্টার ফাইনালে তিনি স্প্লিট ডিসিশনে ৪-১ ব্যবধানে হারান নিউজিল্যান্ডের ট্রয় গার্টনকে। এরপর দিনের তৃতীয় তথা দেশের ষষ্ঠ পদকটি নিশ্চিত করেন সাগর আহলাওয়াত। সুপার হেভিওয়েট (+৯২ কেজি) বিভাগে তিনি হারান সিশেলের কেডি অ্যাগনেসকে। স্নাতক স্তরের তৃতীয় বর্ষের পড়ুয়া সাগর দেশের এক নম্বর সুপার হেভিওয়েট বক্সার তথা টোকিও অলিম্পিকে অংশ নেওয়া সতীশ কুমারকে ৫-০ ব্যবধানে হারিয়ে কমনওয়েলথ গেমসের ছাড়পত্র পান সতীশ।

জয় টিটিতে

জয় টিটিতে

টেবিল টেনিসে ভারতের জি সাথিয়ান ও মনিকা বাত্রা মিক্সড ডাবলসের প্রি কোয়ার্টারে উঠেছেন। তাঁরা সিশেলের মিক ক্রেয়া ও লরা সিনন জুটিতে পরাস্ত করেন ১১-১, ১১-৩, ১১-১ ব্যবধানে। এরপর শরথ কমল ও সৃজা আকুলার জুটি নর্দার্ন আয়ারল্যান্ডের আওয়েন ক্যাচকার্ট ও সোফি ইয়ারলিকে হারিয়ে দেন ১১-৭, ১১-৮, ১১-৯ ব্যবধানে। এই জুটিও শেষ ষোলোয় পৌঁছেছে।মনিকা বাত্রা মহিলাদের সিঙ্গলসে রাউন্ড অব ৩২-এর ম্যাচে হারিয়ে দিলেন কানাডার চিং নাম ফুকে। খেলার ফল ৪-০ (১১-৫, ১১-২, ১১-৭, ১১-৬)। মনিকা পৌঁছে গেলেন প্রি কোয়ার্টারে। আকর্ষী কাশ্যপও পৌঁছে গিয়েছেন শেষ ষোলোয়। পাকিস্তানের মাহুর শাহজাদ কাশ্যপের বিরুদ্ধে দ্বিতীয় গেম চলাকালীন চোটের কারণে সরে দাঁড়ান। জয় পেয়েছেন ঋত টেনিসনও। তিনি ইংল্যান্ডের প্রতিপক্ষকে হারান ৪-১ ব্যবধানে।সৃজা আকুলা একই ব্যবধানে হারান মালয়েশিয়ার কারেন লিনকে।