ভারতের প্রতিটি স্বাধীন প্রতিষ্ঠান RSS -BJP র নিয়ন্ত্রণে, গণতন্ত্রের মৃত্যু হয়েছে : রাহুল

ভারতের প্রতিটি স্বাধীন প্রতিষ্ঠান RSS -BJP র নিয়ন্ত্রণে, গণতন্ত্রের মৃত্যু হয়েছে : রাহুল

নয়াদিল্লি : মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ওপর GST বৃদ্ধি-সহ একাধিক ইস্যুকে সামনে রেখে আজ দেশজুড়ে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি। তার আগে মূল্যবৃদ্ধি, বেকারত্ব, আরএসএস-এর ক্ষমতাবৃদ্ধি বিষয়ক একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন রাহুল ( Rahul Gandhi )  । 

‘ভারতীয় গণতন্ত্রের মৃত্যু’
তিনি বলেন, ‘ যা দেখছি, তা হল ভারতীয় গণতন্ত্রের মৃত্যু হয়েছে। যে গণতন্ত্রকে তৈরি করা হয়েছিল, তা ধ্বংস হচ্ছে। সংসদে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। বিরোধীরা দেশের আইনব্যবস্থা, বিচারবিভাগের ভরসায় লড়ে। কিন্তু বর্তমানে দেশের কোনও প্রতিষ্ঠান নিরপেক্ষ নয়। দেশে ৪ জন যা ইচ্ছে তাই করছেন’ 

আরএসএসের ভাবনাকে আটকানোই আমার কাজ, আমি তা করেও যাচ্ছি : রাহুল
  এর মধ্যে একাধিক বার ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া গাঁধীকে  জিজ্ঞাসাবাদ করে ইডি। এই পরিপ্রেক্ষিতে রাজধানীজুড়ে  কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখান। আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ব্যবহার নিয়ে ফের মুখ খোলেন রাহুল। ‘ প্রতিবাদ করলেই তাঁর পিছনে ইডি লাগানো হচ্ছে । ভারতের প্রতিটি স্বাধীন প্রতিষ্ঠান আজ বিজেপি এবং আরএসএসের নিয়ন্ত্রণে। আমার কাজ হল আরএসএসের ধারণাকে প্রতিহত করা এবং আমি তা করে যাচ্ছি। ‘  তিনি আরও বলেন, ‘ যত আপনাদের সামনে এসে সত্যি বলব, তত আমার উপর আক্রমণ হবে l সাংসদ আরও বলেন, কিন্তু আমার কাজ হল আরএসএসের ভাবনাকে প্রতিহত করা। যত আমার উপর আক্রমণ হয়, তত আমার আনন্দ হয়। আমাকে এভাবে ভয় দেখানো যাবে না । ‘ এছাড়াও দ্রব্যমূল্যবৃদ্ধি থেকে কোভিড নিয়ে কেন্দ্রের তথ্য , সব বিষয়েই কড়া আক্রমণ শানান তিনি। 

প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও
দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও ও রাষ্ট্রপতি ভবন চলো কর্মসূচি পালনের ডাক দিয়েছে আজ কংগ্রেস। ২৪ নম্বর আকবর রোডে দলের সদর দফতর থেকে প্রিয়ঙ্কা গাঁধীর নেতৃত্বে মিছিল করে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে রওনা দেবেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্যরা। সকাল থেকে দলের সদর দফতরের সামনে নেতা, কর্মীদের জমায়েত। বিক্ষোভ আটকাতে তত্পর দিল্লি পুলিশ।

গোটা আকবর রোড মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। একই ইস্যুতে রাষ্ট্রপতি ভবন চলো অভিযানে অংশ নেবেন কংগ্রেসের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা। অন্যদিকে, যন্তর মন্তর বাদে নতুন দিল্লিতে জারি হয়েছে ১৪৪ ধারা। নিরাপত্তা, আইন শৃঙ্খলা ও ট্রাফিকের কারণে কোনওরকম বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি বলে দিল্লি পুলিশ জানিয়েছে।